Jawl Phoring 2 Lyrics – Anupam Roy – Prem Tame

109
Jawl Phoring 2 Song Is Sung by Anupam Roy from Prem Tame Bengali Movie. Starring: Soumya Mukherjee, Susmita Chakraborty And Sweta Mishra. Jol Phoring 2.0 Lyrics In Bengali Written by Anupam Roy.
  • Song : Jawl Phoring 2.0
  • Movie : Prem Tame
  • Vocal, Music & Lyrics : Anupam Roy
  • Mixed and mastered by : Debojit Sengupta
  • Direction : Anindya Chattopadhyay
  • DOP : Subhankar Bhar
  • Editor : Arghakamal Mitra
  • Label : SVF
    Jawl Phoring v1 by Anupam Roy

Jawl Phoring 2 Song Lyrics In Bengali :

তুই চিরদিন
তোর দরজা খুলে থাকিস,
অবাধ আনাগোনার
হিসেব কেন রাখিস?
সাক্ষাৎ আলাদিন
তোর প্রদীপ ভরা জ্বীনে,
কেন‌ খুঁজতে যাস আমায়
সাজানো ম্যাগাজিনে?
কোন বালিশে ঘুম
কোন দেওয়ালে মশারী,
কোন ফেনায় কম সাবান
কোন ছুরিতে তরকারী।
যাচ্ছে চলে যাক
তবু ময়লা পেল কলার,
আলতো রাখছে হাত
হয়তো অন্য কথা বলার।
তোর এ সকাল ঘুম ভেঙে দিতে পারি
তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি,
তোকে আলোর আলপিন দিতে পারি
তোকে বসন্তের দিন দিতে পারি,
আমাকে খুঁজে দে জল ফড়িং।
ভেজা রেলগাড়ি
হয়তো সবুজ ছুঁয়ে ফেলে,
আর সারাটা পথ
ভীষন খামখেয়ালে চলে,
তারপর বেরোয় মেঘ
আর তারায় ভরা স্টেশান,
একটু থামতে চায়
প্রেমিকের ইন্সপিরেশন।
তোর এ সকাল ঘুম ভেঙে দিতে পারি পারি
তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি,
তোকে আলোর আলপিন দিতে পারি
তোকে বসন্তের দিন দিতে পারি,
আমাকে খুঁজে দে জল ফড়িং
আমাকে খুঁজে দে জল ফড়িং
আমাকে খুঁজে দে জল ফড়িং।
Previous articleONDHOKAR LYRICS – Arman Alif Bangla Song
Next articleHok Na Magic Lyrics – Anupam Roy – Ankush – Oindrila