Je Kota Din Tumi Chile Pashe Lyrics – Anupam Roy – Baishe Shrabon

Je Kota Din Tumi Chile Pashe Song Is Sung By Shreya Ghoshal And Saptarshi Mukherjee from Baishey Srabon Bengali Movie. Music Composed And Je Kawta Din Lyrics In Bengali Written by Anupam Roy. Featuring: Parambrata Chatterjee, Abir And Raima Sen.

  • Song Name : Je Kawta Din
  • Movie Name : Baishey Srabon (2011)
  • Singer : Shreya Ghoshal & Saptarshi Mukherjee
  • Music & Lyricist : Anupam Roy
  • Writer & Directed by : Srijit Mukherji
  • Producer : Shree Venkatesh Films
  • Label : SVF

 

Je Kota Din Tumi Chile Pashe Song Lyrics In Bengali :

যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো,
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো।

যেটুকু রোদ ছিল লুকনো মেঘ
দিয়ে বুনি তোমার শালে ভালবাসা,
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে আছো,
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে আছো।

তোমার নখের ডগায় তীব্র প্রেমের মানে
আমিও গল্প সাজাই তোমার কানে কানে,
তাকিয়ে থাকি হাজার পর্দা ওড়া বিকেল
শহর দুমড়ে মুচড়ে থাকুক অন্যদিকে,
ট্রাফিকের এই ক্যকোফোনি,
আমাদের স্বপ্ন চুষে খায়।

যেভাবে জলদি হাত মেখেছে ভাত
নতুন আলুর খোসা আর এই ভালবাসা,
আমার দেয়াল-ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো
আমার দেয়াল-ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো।

যেমন জড়িয়েছিলে ঘুম ঘুম বরফ মাসে
আমিও খুঁজি তোমায় আমার আশেপাশে,
আবার সন্ধ্যে বেলা ফিরে যাওয়া জাহাজ বাঁশি
বুকে পাথর রাখা আর মুখে রাখা হাসি,
যে যার নিজের দেশে,
আমরা স্রোত কুড়োতে যাই।

যেভাবে জলদি হাত মেখেছে ভাত,
নতুন আলুর খোসা আর এই ভালবাসা।
আমার দেয়াল-ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো
আমার দেয়ালঘড়ি কাঁটায় তুমি লেগে আছো।

যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো,
আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো,
তোমার চোখে ঠোঁটে গালে আমি লেগে আছি
তোমার আঙুল হাতে কাঁধে আমি লেগে আছি।

Previous articleAr Ekta Din Kete Jay Song Lyrics – Shereya Ghosal
Next articleGhum Ghum Ei Chokhe Lyrics – Sonu nigam – Shreya ghosal
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.