Se Prothom Prem Amar Nilanjana Song Is Sung by Nachiketa Chakraborty from Ei Besh Bhalo Aachi Bengali Album. Music Composed by And Se Pratham Prem Amar Nilanjona Lyrics In Bengali Written by Nachiketa.
- Song : Se Prothom Prem Amar Nilanjana
- Album Name : Ei Besh Bhalo Aachhi
- Vocal, Music And Lyrics : Nachiketa Chakraborty
Se Prothom Prem Amar Nilanjana Song Lyrics In Bengali :
লাল ফিতে সাদা মোজা সু-স্কুল ইউনিফর্ম
ন’টার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম,
পড়া ফেলে এক ছুট ছুট্টে রাস্তার মোড়ে
দেখে সাইরেন মিস করা দোকানীরা দেয় ঘড়িতে দম,
এরপর একরাশ কালো কালো ধোঁয়া
স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া,
এরপর বিষন্ন দিন বাজে না মনোবীণ
অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন,
হাজার কবিতা বেকার সবই তা
হাজার কবিতা বেকার সবই তা
তার কথা কেউ বলে না,
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা,
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা।।
সন্ধ্যা ঘনাতো যখন পাড়ায় পাড়ায়
রক, থাকতো ভরে কিছু বখাটে ছোড়ায়,
হিন্দি গানের কলি সদ্য শেখা গালাগালি
একঘেঁয়ে হয়ে যেত সময় সময়,
তখন উদাস মন ভোলে মনরঞ্জন
দাম দিয়ে যন্ত্রনা কিনতে চায়,
তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা
ও মনের গভীরতা জানতে চায়,
যখন খোলা চুলে হয়তো মনের ভুলে
তাকাতো সে অবহেলে দু’চোখ মেলে,
হাজার কবিতা বেকার সবই তা
হাজার কবিতা বেকার সবই তা
তার কথা কেউ বলে না,
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা,
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা।।
অংকের খাতা ভরা থাকতো আঁকায়
তার ছবি তার নাম পাতায় পাতায়,
হাজার অনুষ্ঠান প্রভাত ফেরীর গান
মন দিন গোনে এই দিনের আশায়,
রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল
মন শুধু সে ক্ষনের প্রতিক্ষায়,
রাত্রির আঙিনায় যদি খোলা জানালায়
একবার একবার যদি সে দাঁড়ায়।
বোঝেনি অবুঝ মন নীলাঞ্জনা তখন
নিজেতে ছিলো মগন এ প্রানপণ,
হাজার কবিতা বেকার সবই তা
হাজার কবিতা বেকার সবই তা
তার কথা কেউ বলে না,
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা ..