Jolchi Ami Lyrics bengali song is sung by Jisan Khan Shuvo from Noor bengali natok. Bengali sad song Starring Musfiq R. Farhan and Sporshia.
Jolchi Ami Song Details :
- Song: Jolchi Ami
- Singer: Jisan Khan Shuvo
- Artist: Musfiq R. Farhan & Sporshia
- Lyrics: Mehedi Hasan Limon
- Tune: Yeasin Hossain Neru
- Drama: Noor
Jolchi Ami In Bengali :
বিধি তুমি জীবন দিলা
পাঠাইলা সংসারে
দুঃখ শুধু লিখলা তুমি
আমার কপাল জুড়ে
জন্ম থেকে জ্বলছি আমি
দেখে না রে কেউ
ব্যাথার কলস থৈ থৈ করে
বুকে ওঠে ঢেউ
কাঁদবে তখন বুঝবে সবাই
থাকবো না যখন
মরার পরে কদর বাড়ে
এই তো নিয়ম
কাঁদবে তখন বুঝবে সবাই
থাকবো না যখন
মরার পরে কদর বাড়ে
এই তো নিয়ম
আমায় নিয়া খেল তুমি
নিজের ইচ্ছে মতন
আর কত পোড়ালে বলো
ভরবে তোমার মন?
জন্ম থেকে জ্বলছি আমি
দেখে না রে কেউ
ব্যাথার কলস থৈ থৈ করে
বুকে ওঠে ঢেউ
কাঁদবে তখন বুঝবে সবাই
থাকবো না যখন
মরার পরে কদর বাড়ে
এই তো নিয়ম
কাঁদবে তখন বুঝবে সবাই
থাকবো না যখন
মরার পরে কদর বাড়ে
এই তো নিয়ম
কাঁদাও হাসাও এক লহমায়
চেয়ে চেয়ে দেখি
ষোলো আনা ছিল তোমার
শুভঙ্করের ফাঁকি
জন্ম থেকে জ্বলছি আমি
দেখে না রে কেউ
ব্যাথার কলস থৈ থৈ করে
বুকে ওঠে ঢেউ
কাঁদবে তখন বুঝবে সবাই
থাকবো না যখন,
মরার পরে কদর বাড়ে
এইতো নিয়ম
কাঁদবে তখন বুঝবে সবাই
থাকবো না যখন,
মরার পরে কদর বাড়ে
এইতো নিয়ম