Sona Pakhi Go Lyrics – সোনা পাখি গো লিরিক্স – Wahed

13
Sona Pakhi Go lyrics

Sona Pakhi Go lyrics in Bengali is sung by Nadim Wahed And Srabony Mutsuddy. in Bengali is sung by Nadim Wahed And Srabony Mutsuddy.

Sona Pakhi Go Song Details :

  • Song: Sona Pakhi Go
  • Artist: Nadim Wahed And Srabony Mutsuddy
  • Music Director: Wahed
  • Lyricist: Shah Mahtab Fokir
  • Label: wahed studio

Sona Pakhi Go In Bengali :

একবার খইলাউ তুমি রাজি
আমি ঘটক পাঠাইমু,
তোমায় লইয়া আমি সারা
সিলেট শহর ঘুরাইমু।
আমেরিকা প্যারিস শহর যাইমু
যাইমু রে লন্ডন,
মিডিলিস্টর সব দেশ ঘুরমু
খালি আমরা যে দুইজন।
তোমার লম্বা মাত খান থও
লম্বগিনি গাড়ি লও,
এত হস্তায়নি ফাইলাইতায় আমার মন।
সোনা পাখি গো
আমার লক্ষী পাখি গো,
আমি দেশে দেশে ঘুরি
আমার ময়নার লাগি গো।
আমার প্রেমর সাগর গো
আহ্লাদের টুখরা গো,
আমি মন দিমু, দিল দিমু
তুমি খতা রাখলে গো।
তুমি মোর হুয়াগোর খোলই
আমার বাঙ্গা নাওর গোলই,
মন উদাসী দিবানিশি
তোমার বাবনায় রইগো,
তোমার বাবনায় রই।
আগে বাড়ির মালিক হও
একটা গাড়ির মালিক হও,
বিয়া খরিয়াই বউ ফালাইতা মুখর কতা না।
সোনা পাখি গো
আমার লক্ষী পাখি গো,
তোমায় লইয়া আমেরিকা লন্ডন,
প্যারিস পাখাই গো।
আমার প্রেমর সাগর গো
আহ্লাদের টুখরা গো,
আমি মন দিমু, দিল দিমু
তুমি খতা রাখলে গো।
ও.. আমার সোনা পাখি গো
ও.. আমার প্রেম সাগর গো।
খতা যদি ঠিক থাকে গো
বাড়িত পাঠাও কাজী,
তোমার লাগি ধরতাম পারমু
আমার জীবন বাজী গো,
আমার জীবন বাজি।
আমি লইসি প্রেমের রশি
বাড়িত পাঠাইরাম কাজী,
মাতা ফকিরে খয় দিলাও তোমার মন ..
সোনা ফাখি গো,
আমার লক্ষি ফাখি গো,
আমি লাল শাড়ি পিনদিয়া
আশায় বুক বন্দিলাম গো।
সোনা পাখি গো
আমার লক্ষি পাখি গো,
আমি সারা সিলেট ঘুরি
আমার ময়নার লাগি গো।
আমার প্রেমর সাগর গো
আহ্লাদের টুখরা গো,
আমি মন দিমু, দিল দিমু
তুমি খতা রাখলে গো।
সোনা পাখি গো
আমার লক্ষি পাখি গো,
আমি সারা সিলেট ঘুরি
আমার ময়নার লাগি গো,
ময়নার লাগি গো।

Previous articleJolchi Ami Lyrics – জ্বলছি আমি– Jisan Khan Shuvo
Next articleNa Jani Kon Oporadhe Lyrics – না জানি কোন অপরাধে লিরিক্স – Momotaz