Keno amar hole na lyrics Asif Akbar | Arman Alif

Keno amar hole na lyrics ( কেনো আমার হলে না ) Asif Akbar | Arman Alif , Keno amar hole na lyrics by Arman Alif. Keno amar hole na song sung by Asif Akbar. Keno amar hole na lyrics & tune by Arman Alif.

Keno amar hole na lyrics by Arman Alif:

  • Song: Keno Amar Hole Na
  • Singer : Asif Akbar
  • Lyric & Tune : Arman Alif

Keno amar hole na lyrics In Bangal:

শূন্যে ভাসি, শূন্যে ডুবি ,শূন্যে বসবাস
হৃদয় মাঝে ভীষণ খরা শুধুই দীর্ঘশ্বাস ।
স্মৃতিগুলো তিলেতিলে বাড়ায় বেদনা
জীবনেরই কঠিন মঞ্চে কেউতো কারো না ।

বলেছিলে আমার হবে, আমার হলে না
ভাসিয়ে গেলে দুঃখ স্রোতে খবর নিলে না ।
এইভাবে আর একটা জীবন চলতে পারে না
হৃদয় মাঝে তোমার ক্ষত,মোছা তো যায় না ।
এই দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না

কেন হলো এমন জীবন খোদা তুমি বলো না ।
যত ভাবি ভুলে যাবো
ভোলা তো যায় না ।
স্মৃতির দেওয়াল এতই কঠিন
ভাঙ্গা তো যায় না ।

এইভাবে আর একা একা কাঁদবো কতদিন
কেঁদে কেঁদে দুচোখ নদী হয়েছে মলিন ।
এইভাবে আর একটা জীবন চলতে পারে না
হৃদয় মাঝে তোমার ক্ষত,মোছা তো যায় না ।
এই দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না
কেন হলো এমন জীবন, খোদা তুমি বলো না ।

স্বপ্নগুলো ভেঙ্গে গেলো কেন জানি না
হারিয়ে গেলে কাঁদিয়ে গেলে ফিরে এলে না ।
এইভাবে আর একা একা জ্বলবো কতদিন
জ্বলে পুড়ে অঙ্গার আমি বাড়ছে শুধু ঋণ ।
স্বপ্নগুলো ভেঙ্গে গেলো কেন জানি না
হারিয়ে গেলে কাঁদিয়ে গেলে ফিরে এলে না ।
এইভাবে আর একা একাজ্বলবো কতদিন
জ্বলে পুড়ে অঙ্গার আমি বাড়ছে শুধু ঋণ ।

এইভাবে আর একটা জীবন চলতে পারে না
হৃদয় মাঝে তোমার ক্ষত,মোছা তো যায় না ।
এই দুনিয়ার কোনো কিছুই, ভালো লাগে না
কেন হলো এমন জীবন, খোদা তুমি বলো না ।

শূন্যে ভাসি, শূন্যে ডুবি ,শূন্যে বসবাস
হৃদয় মাঝে ভীষণ খরা শুধুই দীর্ঘশ্বাস ।
স্মৃতিগুলো তিলেতিলে বাড়ায় বেদনা
জীবনেরই কঠিন মঞ্চে কেউতো কারো না ।

বলেছিলে আমার হবে, আমার হলে না ।
ভাসিয়ে গেলে দুঃখ স্রোতে, খবর নিলে না ।
এইভাবে আর একটা জীবন, চলতে পারে না ।
হৃদয় মাঝে তোমার ক্ষত,মোছা তো যায় না ।
এই দুনিয়ার কোনো কিছুই, ভালো লাগে না
কেন হলো এমন জীবন, খোদা তুমি বলো না

Previous articlePorichoy Lyrics Anupam Roy Song
Next articleMon theke bolini lyrics Imran | Apurba | Tanjin Tisha
Toriqul Islam Tusher
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.