Keno Mon Haralo Lyrics Song Is Sung by Shaan And Sonia Nusrat. Starring: Irfan Sajjad And Sonia Nusrat. Music Composed by Dabbu And Song Lyrics In Bengali Written by Rajiv Dutta.
Keno Mon Haralo Lyrics by Shaan And Sonia Nusrat :
- Song: Keno Mon Haralo
- Singer: Shaan & Sonia
- Starring: Irfan Sazzad & Sonia Nusrat
- Composer: Dabbu
- Lyricist: Rajiv Dutta
- Choreographer: Rohan Belal
- DOP: Raju Raj
- Editor: Saddam Hossain
- Colourist: Ashraful Alom
- Post-Production: Gravity Studios
- Direction: Swaraj Deb
- Label: Dhruba Music Station
Keno Mon Haralo Song Lyrics In Bengali :
কেন মন হারালো, স্বপ্ন দেখালো
আলো এলেমেলো কোন বাহানায়।
কেনো হাত বাড়ালো তোর বায়না গুলো
ভালোবাসা ছুঁলো আলতো টানায়।
এলো বেখেয়ালি দিন, হাওয়া মানছেনা আজ
বুকে দুলছে তোর টানাতে প্রেম জাহাজ।
এ নামে সে নামে খোলা খামে কতবার
আসলে তকে চাই কথা উড়াই বারেবার।
আমায় তোর দিন-রাতে
আগলেনে তুই, চাইনা কিছুই, অজুহাতে
আমার সব ঠিকানাতে
তোর সাহসে, ইচ্ছে ভাসে, ধরা দিতে।
চোখে বেপরোয়া ভয়,
তোকে চাইতে যে চায়
কেন গল্প থেমে থাকে কল্পনায়..
এ নামে সে নামে খোলা খামে কতবার
আসলে তকে চাই কথা উড়াই বারেবার।
কথায় রূপকথা তারা
চাইছে উড়ান, আজ অফুরান তোর কারনে,
এবার সত্যি হয়েই আর
থামছে না মন, আজ অকারণ, সাত বারনে।
এলো বেখেয়ালি দিন, হাওয়া মানছেনা আজ
বুকে দুলছে তোর টানাতে প্রেম জাহাজ..
এ নামে সে নামে খোলা খামে কতবার
আসলে তকে চাই কথা ওড়াই বারেবার..