Khelna Bati Mon Lyrics – Anupam Roy – Bibaho Diaries

140

Khelna Bati Mon Song Is Sung by Anupam Roy from Bibaho Diaries Bengali Movie. Featuring: Ritwick Chakraborty And Sohini Sarkar. Music Composed by Savy Gupta And Bengali Song Lyrics written by Prasen.

  • Song : Nachorbanda Mon
  • Movie : Bibaha Diaries
  • Singer : Anupam Roy
  • Music : Savy Gupta
  • Lyrics : Prasen
  • Directed By: Mainak Bhaumik
  • Produced By : Rupa Datta

Music Label : Eros Now

Khelna Bati Mon Song Lyrics In Bengali :

কিছু হাঁটাহাঁটি থামবে না মনে হয়,
তাকে যতই ঠিকানা দাও।
যদি ক্ষ্যাপা ঘুড়ি এন্টেনা পেয়ে যায়,
তাকে ওড়ার বাহানা দাও।

কিছু মরীচিকা আসলের মত হয়,
তাকে জলের ঠিকানা দাও।
যদি কানামাছি চুরি করে খেলা হয়,
তাকে ছোঁয়ার বাহানা দাও।

বেহায়া খেলনা বাটি মন,
বেচারা ঝলসানো জীবন।
সুজুগেরা আসে যদি হুজুগে বিকেলে,
অবস্থা এখন তখন।

যদি শুঁয়োপোকা প্রজাপতি হতে চায়,
তাকে ফুলের ঠিকানা দাও।
যদি মাটি গুলো কাট ফাটা মনে হয়,
তাকে ভেজার বাহানা দাও।

যদি জোনাকিরা জ্বলা নেভা ভুলে যায়,
তাকে রাতের নিশানা দাও।
যদি রাত গুলো চিঠিদের মত হয়,
তাকে খামের ধারণা দাও।

বেহায়া খেলনা বাটি মন,
বেচারা ঝলসানো জীবন।
সুজুগেরা আসে যদি হুজুগে বিকেলে,
অবস্থা এখন তখন।

Previous articleFire Aay Lyrics – Imran Mahmudul
Next articleMONERI MAJHE Jeno‬ Lyrics – Arijit Singh – Abby Sen