Khub Sohoj – Lyrics – Arman Alif – Bangla Song

Khub Sohoj Bengali Sad Song is sung by And Bangla Lyrics written by Arman Alif. Music composed by Sahriar Rafat. Starring: Ibrahim Ehsan Anonno, Samanta Shimu & Masud Rana Anik.

  • Song : Khub Sohoj
  • Singer : Arman Alif
  • Music : Sahriar Rafat
  • Lyrics & Tune : Arman Alif
  • Director : Alamin Ahmed Mohon
  • Cinematography : Sani Khan
  • Edit, Color & VFX : S.M. Tushar
  • Producer : Fahim Islam
  • Label : DeadLine Music

Khub Sohoj Lyrics

খুব সহজখুব সহজ আমায় ভোলা রে

আমার কাছে কঠিন লাগে ভুলতে তোমারে

তুমি আর সে দুজনাতে থাকো হাঁসিতে

আমি কান্না দিয়ে কথা লেখি,

আমার গানেতে (x2)

যদি কখনো ফোনের স্ক্রিনে,

অথবা খুব দূরে

আমায় দেখো বেভে নিও দুঃস্বপ্ন সে

তুমি আর আমিআমি আর তুমি,

তার মাঝে কি ঝড়

সেই ঝরে আমার হারিয়ে যাওয়া,

নিলোনা কেউ খবর

খুব শখের তুমি তোমায় আমি ভালোবাসি খুব

এই কথাটা শোনাবো না আমারি থাকুক।

আর ভাববো নাআর তোমায় লিখবো না

তোমায় নিয়ে বিকেল বেলায় হাঁটা হবে না

তুমি ভুল করো না আমি ভুল মানি না

তোমার ভুলের কারণ আমায় ঘুমোতে দেবে না

আর ভাববো নাআর সন্ধ্যা হবে না

তোমায় নিয়ে বিকেল বেলায় হাত হবে না

তুমি ভুল করো না আমি ভুল মানি না

তোমার ভুলের কারণ আমায় ঘুমোতে দেয় না।

মাঝ রাতে যদি তোমার ঘুম ভেঙ্গে যায়

সেই রাত যদি তোমায় খুব করে কাঁদায়

তুমি চোখের জলেতে খুঁজে নিও আমায়

অপেক্ষায়..

তুমি আর আমিআমি আর তুমি,

তার মাঝে কি ঝড়

সেই ঝরে আমার হারিয়ে যাওয়া,

নিলোনা কেউ খবর

খুব শখের তুমি তোমায় আমি ভালোবাসি খুব

এই কথাটা শোনাবো না আমারি থাকুক।

কোনো আবছা ছায়া তে আমার দেখা পাও

সেই ছায়া তা কে তুমি যদি তোমার করে নাও

তবে ভুল হবে না আমি অন্য কারো না

আমি এখনো তোমার আছি তুমি আমার না (x2)

মাঝ রাতে যদি তোমার ঘুম ভেঙ্গে যায়

সেই রাত যদি তোমায় খুব করে কাঁদায়

তুমি চোখের জলেতে খুঁজে নিও আমায়

অপেক্ষায়..

তুমি আর আমিআমি আর তুমি,

তার মাঝে কি ঝড়

সেই ঝরে আমার হারিয়ে যাওয়া,

নিলোনা কেউ খবর

খুব শখের তুমি তোমায় আমি ভালোবাসি খুব
এই কথাটা শোনাবো না আমারি থাকুক।

Previous articleBornoporichoy Title Track Lyrics – Dibyendu Mukherjee – Anupam Roy
Next articleBhul Korechi Lyrics – Chalo Paltai – Raghab Chatterjee
Toriqul Islam Tusher
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.