Bhul Korechi Lyrics – Chalo Paltai – Raghab Chatterjee

Bhul Korechi Lyrics Song Is Sung by Raghab Chatterjee from Chalo Paltai Bengali Movie. Starring: Prosenjit Chatterjee, Aryann Bhowmik And Tathoi Deb. Music composed by And Rongmoshal Amio Pure Jabo Eivabe Lyrics written by Anupam Roy.

  • Song : Bhul Korechi
  • Film : Chalo Paltai
  • Singer :  Raghab Chatterjee
  • Music & Lyrics : Anupam Roy
  • Direction : Haranath Chakraborty
  • D.O.P : Soumik Haldar
  • Screenplay : N.K. Salil
  • Presenter : Shrikant Mohta & Mahendra Soni
  • Produced by : Shree Venkatesh Films

Bhul Korechi Song Lyrics In Bengali :

রংমশাল,
আমিও পুড়ে যাবো এইভাবে
এই আলো কত দূর পৌঁছোবে,
মুখচোরা, আমিও জানি চোখ এড়াতে
খুঁজতে বেরোই ঘুম সেই মাঝরাতে।

মুখ ফুটে কি ক্ষমা চাওয়া বারণ,
আমার দশটা-পাঁচটার স্বপ্নেরা সাধারণ,
কেউ বোঝে না..

ভুল করেছি, ভুল করেছি, আমি জানি
কেউ বুঝবে না, এই বুক জুড়ে কতখানি।
তাই তোদের গায়ে আঁচড় লাগার
ভয়্টা ভীষণ পাই।
ভাবতে পারি না, ভাবতে পারি না,
ভাবতে পারি না, ভাবতে পারি না।

রাস্তা পার,
পারেনি করতে দু পা আমার
চিন্তাগুলো ভাষা পায়নি আর,
যা কিছু, ভেবেছি আমি জীবনে
তোদের কথাই প্রথম, এই মনে।

মুখ ফুটে কি ক্ষমা চাওয়া বারণ,
আমার দশটা-পাঁচটার স্বপ্নেরা সাধারণ
কেউ বোঝে না..

ভুল করেছি, ভুল করেছি, আমি জানি
কেউ বুঝবে না, এই বুকজুড়ে কতখানি।
তাই তোদের গায়ে আঁচড় লাগার
ভয়্টা ভীষণ পাই।
ভাবতে পারি না, ভাবতে পারি না,
ভাবতে পারি না, ভাবতে পারি না।

Previous articleKhub Sohoj – Lyrics – Arman Alif – Bangla Song
Next articleSORBONASH – LYRICS – Arman Alif – Bangla Song
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.