- Ki Kore Bolbo Tomaye Lyrics From Ki Kore Toke Bolbo Bengali Movie. This Song Is Sung By Palak Muchhal And Papon. Featuring: Ankush Hazra And Mimi Chakraborty.
- Movie – Ki Kore Toke Bolbo (2016)
- Song: Ki kore bolbo tomay
- Singers – Palak Muchhal & Papon
- Music Composer – Jeet Ganguly
- Lyrics – Prasen
- Directed by – Rabi Kinagi
- Produced by – Shrikant Mohta
- Production – Shree Venkatesh Films
Ki Kore Bolbo Tomay Lyrics :
কি করে বলবো তোমায়
আসলে মন কি যে চায়,
কেনও সে পালিয়ে বেড়ায়
তোমার থেকেই (x2)
তুমি জানতে পারোনি
কত গল্প পুড়ে যায়,
তুমি চিনতে পারোনি,
আমাকে হায়।
কি করে বলব তোমায়
আসলে মন কি যে চায়,
কেনও সে পালিয়ে বেড়ায়
তোমার থেকেই।
পথ ভুলে গেছি চলে দূরের কুয়াশায়
তবু আমার ফিরে আসার,
সত্যি নেই উপায়।
তুমি আমার জিতের বাজী
তুমি আমার হার,
কি করে বলব তোমায়
আসলে মন কি যে চায়,
কেনও সে পালিয়ে বেড়ায়
তোমার থেকেই।
যদি বলি চোরাগলি
মনের যায় কোথায়,
আসবে কি? রাখবে কি?
তোমার ওঠা পড়ায়।
তুমি আমার জ্বালিয়ে নেওয়া,
কোন শুকতারা,
কি করে বোলবো তোমায়
আসলে মন কি যে চায়,
কেনও সে পালিয়ে বেড়ায়
তোমার থেকেই ..
তুমি জানতে পারোনি
কত গল্প পুড়ে যায়,
তুমি চিনতে পারোনি,
আমাকে হায়।
কি করে বলব তোমায়
আসলে মন কি যে চায়,
কেনও সে পালিয়ে বেড়ায়
তোমার থেকেই।