Ki Likhi Tomay Lyrics. The song is sung by Lata Mangeshkar. Music Composed by Kishore Kumar. Priyotomo Ki Likhi Tomay Song Lyrics Written by Mukul Dutta.
- Singer: Lata Mangeshkar
- Music Director: Kishore Kumar
- Lyricist: Mukul Dutta
Ki Likhi Tomay Lyrics In Bengali :
কি লিখি তোমায়? প্রিয়তম ..
কি লিখি তোমায়?
কি লিখি তোমায়?
তুমি ছাড়া আর কোন কিছু,
ভালো লাগেনা আমার
কি লিখি তোমায়?
কি লিখি তোমায়?
কৃষ্ণচূড়ার বনে ছায়াঘন পথ,
আঁকা–বাঁকা পায়
আমার আঙিনা থেকে,
চলে গেছে তোমার মনে
কৃষ্ণচূড়ার বনে ছায়াঘন পথ,
আমার আঙিনা থেকে,
চলে গেছে তোমার মনে
বসে আছি, বাতায়নে,
তোমারি আশায় …
কি লিখি তোমায়?
কি লিখি তোমায়?
ভালবাসা নিশিরাতে ডাক দিয়ে যায়,
কত কথা কয়
তোমার আসার কথা,
লেখা আছে সব কিনারায়
ভালবাসা নিশিরাতে ডাক দিয়ে যায়
তোমার আসার কথা,
লেখা আছে সব কিনারায়
গুন গুন, করে মন,
ব্যথারও ছায়ায় …
কি লিখি তোমায় ?
কি লিখি তোমায় ?
তুমি ছাড়া আর কোন কিছু,
ভাল লাগেনা আমার
কি লিখি তোমায়?