Sob Lal Pathor Chuni Hote Pare Na Lyrics – Lata Mangeshkar – Mandira

Sob Lal Pathori To Chuni Hote Pare Na Lyrics from Mandira bengali movie. The song is sung by Lata Mangeshkar Music composed by Bappi Lahiri. Starring: Prosenjit ChatterjeeNeelam Kothari, Indrani Haldar, Chunkey Pandey, Shakuntala Barua And others.

  • Movie Nmae: Mandira (1990)
  • Singer: Lata Mangeshkar
  • Music: Bappi Lahiri
  • Lyrics: Pulak Bandhopadhyay
  • Director: Sujit Guha
  • Story: Tapendu Gangopadhyay

Sob Lal Pathor Chuni Hote Pare Na Lyrics :

সব লাল পাথরই তো চুনি হতে পারে না
সব প্রেম মিলনের মালা পেতে পারে না,
পাশাপাশি দুটি ফুল ফোটে যে বাগিচায়
একজন ঠাঁই পায় দেবতার দুটি পায়।
সমাধীর বেদী তার ঝরে যায় একজন
সব ফুল দেবালয়ে পারে না তো যেতে হায়।
সব লাল পাথরই তো চুনি হতে পারে না
সব প্রেম মিলনের মালা পেতে পারে না।

কেউ বা হাসে সারাটি জীবন,
অশ্রু ঝরায় কারও বা নয়ন
কেউ বা দু হাতে কেবলই নিতে চায়,
কেউ বা কিছু নিতে নয় শুধু দেবীকে চায়।
সুখী তো সকলেই হতে চায় দুনিয়ায়
সুখী কেউ হয় কেউ দুঃখী শুধু রয়ে যায়।
সব লাল পাথরই তো চুনি হতে পারে না
সব প্রেম মিলনের মালা পেতে পারে না।

কারও বা আশা হয়গো পূরণ,
হয়না সফল কারও বা স্বপন।
ভিখারী মাটিতে ফেলে যে রতন,
পারে না দিতে তা কখনও মহাজন।
প্রদীপের শিখা কারো ঘর আলো করে যায়,
কারো ঘর প্রদীপের শিখাতেই পুড়ে যায়।

সব লাল পাথরই তো চুনি হতে পারে না
সব প্রেম মিলনের মালা পেতে পারে না,
পাশাপাশি দুটি ফুল ফোটে যে বাগিচায়
একজন ঠাঁই পায় দেবতার দুটি পায়।
সমাধীর বেদী তার ঝরে যায় একজন
সব ফুল দেবালয়ে পারে না তো যেতে হায়।
সব লাল পাথরই তো চুনি হতে পারে না
সব প্রেম মিলনের মালা পেতে পারে না।

Previous articleKI LIKHI TOMAY LYRICS – Lata Mangeshkar
Next articleMangal Deep Jele – Lyrics – Lata Mangeshkar – Protidan
Toriqul Islam Tusher
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.