Sob Lal Pathori To Chuni Hote Pare Na Lyrics from Mandira bengali movie. The song is sung by Lata Mangeshkar Music composed by Bappi Lahiri. Starring: Prosenjit Chatterjee, Neelam Kothari, Indrani Haldar, Chunkey Pandey, Shakuntala Barua And others.
- Movie Nmae: Mandira (1990)
- Singer: Lata Mangeshkar
- Music: Bappi Lahiri
- Lyrics: Pulak Bandhopadhyay
- Director: Sujit Guha
- Story: Tapendu Gangopadhyay
Sob Lal Pathor Chuni Hote Pare Na Lyrics :
সব লাল পাথরই তো চুনি হতে পারে না
সব প্রেম মিলনের মালা পেতে পারে না,
পাশাপাশি দুটি ফুল ফোটে যে বাগিচায়
একজন ঠাঁই পায় দেবতার দুটি পায়।
সমাধীর বেদী তার ঝরে যায় একজন
সব ফুল দেবালয়ে পারে না তো যেতে হায়।
সব লাল পাথরই তো চুনি হতে পারে না
সব প্রেম মিলনের মালা পেতে পারে না।
কেউ বা হাসে সারাটি জীবন,
অশ্রু ঝরায় কারও বা নয়ন
কেউ বা দু হাতে কেবলই নিতে চায়,
কেউ বা কিছু নিতে নয় শুধু দেবীকে চায়।
সুখী তো সকলেই হতে চায় দুনিয়ায়
সুখী কেউ হয় কেউ দুঃখী শুধু রয়ে যায়।
সব লাল পাথরই তো চুনি হতে পারে না
সব প্রেম মিলনের মালা পেতে পারে না।
কারও বা আশা হয়গো পূরণ,
হয়না সফল কারও বা স্বপন।
ভিখারী মাটিতে ফেলে যে রতন,
পারে না দিতে তা কখনও মহাজন।
প্রদীপের শিখা কারো ঘর আলো করে যায়,
কারো ঘর প্রদীপের শিখাতেই পুড়ে যায়।
সব লাল পাথরই তো চুনি হতে পারে না
সব প্রেম মিলনের মালা পেতে পারে না,
পাশাপাশি দুটি ফুল ফোটে যে বাগিচায়
একজন ঠাঁই পায় দেবতার দুটি পায়।
সমাধীর বেদী তার ঝরে যায় একজন
সব ফুল দেবালয়ে পারে না তো যেতে হায়।
সব লাল পাথরই তো চুনি হতে পারে না
সব প্রেম মিলনের মালা পেতে পারে না।