Kichu Kotha Song Is Sung by Imran Mahmudul And Bristy Bengali Song 2019. Kichu Kotha Likhe Dilam Hawate Bengali Song Lyrics written by Robiul Islam Jibon. Starring: Imran, Bristy And Syed Samiul Haque. Story & Script by Jahid Preetom And This Video Song Directed by Vicky Zahed.
- Song : Kichu Kotha Likhe Dilam
- Singers : Imran Mahmudul & Bristy
- Lyrics : Robiul Islam Jibon
- Tune & Music : Imran Mahmudul
- Director : Vicky Zahed
- Produced By : Salim Khan
- Cinematography : Bidrohi Dipon
- Label : Sangeeta
Kichu Kotha Lyrics
কিছু কথা লিখে দিলাম হাওয়াতে, পড়ে নিও,
আমি তোমাকেই ভালোবাসি কতটা, জেনে নিও।
এই মন জুড়ে তুমি, তোমাতে মিশে আমি,
অনুভবে বারবার জেনে নিও, বুঝে নিও।
কিছু কথা লিখে দিলাম হাওয়াতে, পড়ে নিও,
আমি তোমাকেই ভালোবাসি কতটা, জেনে নিও।
তোমারি পথে সারাক্ষণ, থাকি আমি দাড়িয়ে,
আরো কাছে এসে তুমি, দাও না দু’হাত বাড়িয়ে।
তুমি ছাড়া কেউ নেই আমার,
হ্রদয়ে কান পেতে শুনে যেও…
তোমাকেই খুঁজি শুধু আমি চারিপাশে,
দু’চোখে তোমারি প্রেমেরি ছায়া ভাসে।
এই মন জুড়ে তুমি, তোমাতে মিশে আমি,
অনুভবে বারবার জেনে নিও, বুঝে নিও।
কিছু কথা লিখে দিলাম হাওয়াতে, পোড়ে নিও,
আমি তোমাকেই ভালোবাসি কতটা, জেনে নিও।
ও.. বুকেরি মাঝে নিরবে, আছো তুমি ছড়িয়ে,
ইচ্ছে করে ভাবনাতে, রাখি তোমায় জড়িয়ে।
তুমি ছাড়া কেউ নেই আমার,
হ্রদয়ে কান পেতে শুনে যেও।
তোমাকেই খুঁজি শুধু আমি চারিপাশে,
দু’চোখে তোমারি প্রেমেরি ছায়া ভাসে।
এই মন জুড়ে তুমি, তোমাতে মিশে আমি,
অনুভবে বারবার জেনে নিও, বুঝে নিও।