Kichu Kotha Lyrics Song Is Sung by Tahsan And Mithila from Just Friends Bangla Natok. Starring: Tawsif Mahbub And Sabila Nur. Music Composed by Tahsan Khan And Kichu Kotha Bolechi Tomay Lyrics In Bengali Written by T i Antor.
Kichu Kotha Lyrics by Tahsan And Mithila :
- Song : Kichu Kotha
- Drama : Just Friends
- Singer : Tahsan, Mithila
- Lyrics : T i Antor
- Tune & Music : Tahsan
- Director : Mahmudur Rahman Hime
- Label : Agniveena
Kichu Kotha Song Lyrics In Bengali :
কিছু কথা বলেছি তোমায়
কিছু রেখেছি গোপন,
কিছু ব্যাথা দেখেছো তুমি
কিছুটা একান্ত আপন।
কিছু স্বপ্ন হাওয়াই ওড়ে
কিছু নিজের কাছে,
কিছু চাওয়া ভীষণ পোড়ে
কিছু বুকের মাঝে।
সব কিছু পেয়ে গেলে
পারো ভুলে যেতে,
কিছু ভালোবেসেছি তাই
কিছু রেখেছি হাতে।
কিছু কিছু দেইনি বলে
রেখোনা অভিমান,
যেটুকু তুমি পাওনি যেনো
সেইটুকুই মনের টান।
কত কিছু বদলে যাবে
সময়ের এই নিয়মে,
এই কিছুটা থাকনা তোলা
আগামীর কোনো খামে।
সবকিছু পেয়ে গেলে
পারো ভুলে যেতে,
কিছু ভালোবেসেছি তাই
কিছু রেখেছি হাতে।