Kobor Lyrics – Noble Man

126
Kobor Lyrics

Kobor Lyrics Bengali Song Is Sung by Noble Man. Starring A Z M Zahangir Kabir And Shakila Parvin. Music Composed by Salman Jain. Kobor Lyrics In Bengali Written by Jannatara Ferdous Mila. Cinematography by Bikash Saha And Edited by Anoy Shohag. Still Photography by Ahmed Jony And Monjurul Alam.

  • Song : Kobor
  • Singer : Noble Man
  • Tune & Music : Salman Jain
  • Lyricist : Jannatara Ferdous Mila
  • Video Direction : Reza Mahmud
  • Produced by : RSL Media Production

Kobor Song Lyrics In Bengali :

যাচ্ছে চলে দিন আমার তুমি হীনা
এখনো আমি আছি বেঁচে তুমি বীনা,
একই আকাশ, একই পৃথিবী
শুধু আলাদা দুজন,
জানিনা ছেড়ে যাওয়ার এমন
ছিলো কি কারন ..

শোনো বলছি আর কোনদিন
নেবোনা আমি তোমার খবর,
সেই কবে থেকে এই বুকেতে
আমি দিয়েছি তোমায় কবর।।

মেঘ কাঁদলে হয় বৃষ্টি
আমি কাঁদলে হয় রোদ,
জমে থাকা ব্যাথা গুলো
কুড়ে নিচ্ছে শোধ।

হারিয়ে গেছে সেদিন
যেদিন তুমি ছিলে আমার,
তারাগুলো শুনতে চায় না
কোনো গল্প তোমার ..

শোনো বলছি আর কোনদিন
নেবো না আমি তোমার খবর,
সেই কবে থেকে এই বুকেতে
আমি দিয়েছি তোমায় কবর।।

চোখ বুজলে দেখি তোমায়
মন থেকে আর চাইনা,
আমার বাতাসে এখন আর
তোমার গন্ধ পাই না।

ভেঙে দিয়ে গেছো আমায়
পুতুলেরই মতো,
সব নিয়ে রেখে গেছো
এ বুক ভরা ক্ষত ..

শোন বলছি আর কোনদিন
নেব না আমি তোমার খবর,
সেই কবে থেকে এই বুকেতে
আমি দিয়েছি তোমায় কবর।।

Previous articleBhul Koreche Bhul Lyrics – Mahtim Shakib – Madhubanti
Next articleAmar Bela Je Jai Lyrics – Rabindra Sangeet