Ore Pagol Mon Lyrics – ওরে পাগল মন – Dorod – Shakib Khan | Noble Man | Konal

31

Ore Pagol Mon Lyrics Bengali song is sung by Noble Man and Konal from Dorod Bengali movie. Starring Shakib Khan, Sonal Chauhan, Payel Sarkar, Rahul Dev, Alok Jain and many more. Sound mixing and mastering by Vickky Agarwal and Ehsan Alam. Music composed by Savvy. Ore Pagol Mon Lyrics in Bengali written by Jalal Chowdhury. Dorod Bengali film directed by Anonno Mamun. Director of Photography by Venkatesh Gangadhari.

Ore Pagol Mon Song Information :

  • Song: Ore Pagol Mon
  • Movie: DOROD
  • Singer: Noble Man & Konal
  • Lyrics: Jalal Chowdhury
  • Tune: Savvy

Ore Pagol Mon Lyrics In Bengali :

ওরে পাগল মন
দুই পাগলে হয় যে রে মিলন

আহা, ওরে পাগল মন
দুই পাগলে হয় যে রে মিলন।

উড়ু উড়ু মনটা আমার
মাতাল হাওয়ায় আজ বেসামাল
উড়ু উড়ু মনটা আমার
মাতাল হাওয়ায় আজ বেসামাল
তোর বুকেতে মারবো প্রেমের বান

কই পালাবি আমায় ছেড়ে
আয় না কাছে আদর করে
পাগল দিলে মার না হিচকা টান

ভালোবাসা বড়ই মিঠা
যদি জইমা যায়
দুই পাগলের হট কানেকশন

ওরে পাগল মন
দুই পাগলে হয় যে রে মিলন

আহা, ওরে পাগল মন
দুই পাগলে হয় যে রে মিলন।

ওরে পাগল মন
দুই পাগলে হয় যে রে মিলন

, ওরে পাগল মন
দুই পাগলে হয় যে রে মিলন।

দেখো দেখো দুলু মিয়ার হবে এন্ট্রি
জমে যাবে পুরা পার্টি
ডিজে ভাইয়া সাউন্ডটা বাড়ায়ে দে
দুলু মিয়া পুরা জমায়ে দে
দেখো দুলু মিয়া আসতাসে
সবাই ধুমায়ে নাচতাসে
টুইঙ্কল টুইঙ্কল লিটিল ষ্টার
দুলু মিয়া মেগাস্টার।

ঘুরমু বিদেশ চড়মু গাড়ি
পরমু কাপড় রং বাহারি
পরান খুইল্যা নাচ রে আমার জান

হায় মনটা আমার তুলাধুনা
প্রেমের আগুন মারছে ফণা
তোর পিরিতে জীবন টা খানখান

প্রেমের মজা বড়োই মজা
যদি মিললা যায়
দুই পাগলের উথাল পাথাল মন

ওরে পাগল মন
দুই পাগলে হয় যে রে মিলন

আহা, ওরে পাগল মন
দুই পাগলে হয় যে রে মিলন

ওরে পাগল মন
দুই পাগলে হয় যে রে মিলন

আহা, ওরে পাগল মন
দুই পাগলে হয় যে রে মিলন

Previous articleAmar Vanga Ghore Lyrics – Humayun Ahmed
Next articleChhi Chhi Chhi Re Nani Lyrics – Satya Adhikari