Blocklist Lyrics Bengali Song. Singer Noble Man. Lyric, Composition Tanmay Pramanik. Audio Partner Ndustry Global.
Blocklist Song Details :
- Singer: Noble Man.
- Lyric Composition: Tanmay Pramanik.
- Audio Partner: Ndustry Global.
Blocklist Lyrics In Bengali :
ও যন্ত্রণার কতদিন
হারিয়ে গেল কি সুখের চাবি
ভেঙ্গে পড়ি আমি বারবার কান্নায়
ও ও জানি ওসব মিথ্যে ছিল
স্বপ্নের দেশে বিস্ফোরণ হলো
তোকে বিশ্বাস করা আর নয়
ও যন্ত্রণার কতদিন
হারিয়ে গেল কি সুখের চাবি
ভেঙ্গে পড়ি আমি বারবার কান্নায়
ও ও জানি ওসব মিথ্যে ছিল
স্বপ্নের দেশে বিস্ফোরণ হলো
তোকে বিশ্বাস করা আর নয়
ও বোকাদের প্রেমে ব্যর্থতায় আসে
চালাক তো রাজনীতি বোঝে
রাজনীতি ছাড়া প্রেম অন্যায়
ও ও ও ও
এভাবেই যদি উঁকি দেয় প্রেম
হ্যাঁ বুঝে গেছি ষড়যন্ত্রেও গেম
খেলার সঙ্গী অন্য কেউ
হতে পারি আমি বোকাদের উন্মাদ
বোঝেনা বোঝেনা সততার কি স্বাদ
রাজ্যের জালে নিজেই ফেঁসেছো
বাঁচাবে কি আমায়
হ্যাঁ বেশ ভালো আছি
অনেক সুখে আছি
মনে পড়েছে না আর তোমায়