Megher Nouka Lyrics-Prohelika-Imran-Konal

250
megher nouka lyrics

Megher Nouka Tumi song is sung by Imran Mahmudul & Konal. This song is from the movie ‘Prohelika’. Megher Nouka Lyrics is written by Asif Iqbal and music composed by Imran Mahmudul. This song features Mahfuz Ahmed & Shabnom Bubly. This song was released on Youtube by Bongo BD on 27 Feb 2023.

Song Details:

  • Song: Megher Nouka
  • Singer: Imran Mahmudul & Konal
  • Lyricist: Asif Iqbal
  • Composer: Imran Mahmudul
  • Music Label: Bongo BD
  • Movie: Prohelika

Megher Nouka Lyrics in Bengali:

মেঘের নৌকা তুমি,
তোমায় ভাসাবো আকাশে।
সাগরের শঙ্খ তুমি,
তোমায় বাজাব বাতাসে।

মেঘের নৌকা তুমি,
তোমায় ভাসাবো আকাশে।
সাগরের শঙ্খ তুমি,
তোমায় বাজাব বাতাসে।

অরণ্যের পাখি তুমি,
তোমায় জুরাব ছায়াতে।
হিমালয় শিখর তুমি, আমার
আনন্দ তোমায় ছুয়াতে।

মেঘের নৌকা তুমি,
তোমায় ভাসাবো আকাশে।
সাগরের শঙ্খ তুমি,
তোমায় বাজাব বাতাসে।

যতখন তুমি আমি,
ছুঁয়ে ছুঁয়ে পাশাপাশি থাকি,
আমি হই রোদে মেঘে
ভেসে যাওয়া, ডানা মেলা পাখি।(২)

মনে হয় তোমায় নিয়ে,
জলে ধ অনুভবে রং ধ আকি।

মেঘের নৌকা তুমি,
তোমায় ভাসাবো আকাশে।
সাগরের শঙ্খ তুমি,
তোমায় বাজাব বাতাসে।

দূর পথে তুমি আমি,
পায়ে পায়ে হাত ধরে চলে।
ভালো লাগা অনুভবে,
না বলা কথাগুলো বলে।(২)

মন চায় আকাশ হতে,
কিছু নিল নিয়ে এসে সাজাই আঁচলে।

মেঘের নৌকা তুমি,
তোমায় ভাসাবো আকাশে।
সাগরের শঙ্খ তুমি,
তোমায় বাজাব বাতাসে।

অরণ্যের পাখি তুমি,
তোমায় জুরাব ছায়াতে।
হিমালয় শিখর তুমি, আমার
আনন্দ তোমায় ছুয়াতে।

মেঘের নৌকা তুমি,
তোমায় ভাসাবো আকাশে।
সাগরের শঙ্খ তুমি,
তোমায় বাজাব বাতাসে।

ওওওও…
তোমায় বাজাব বাতাসে(২)

Previous articleKolija ar Jaan Lyrics-Nusraat Faria-Kona-Surongo
Next articleJiya Tui Chara Lyrics-Arijit Singh-Biye Bibhrat