Kolkata Song Is Sung by Anupam Roy And Shreya Ghoshal From Praktan Bengali Movie. Starring: Rituparna Sengupta And Prosenjit Chatterjee. Kolkata Tumio Hete Dekho Kolkata Lyrics In Bengali Written by Anupam Roy.
- Song : Kolkata
- Movie : Praktan
- Singer : Anupam Roy & Shreya Ghoshal
- Music & Lyrics : Anupam Roy
- Directd By : Nandita Roy & Shiboprosad Mukherjee
- Label : Amara Muzik Bengali
Kolkata Song Lyrics In Bengali :
শহর জুড়ে যেন প্রেমের মরসুম
আলোতে মাখামাখি আমার এ গ্রীনরুম,
কখনও নেমে আসে অচেনা প্যারাসুট
তোমাকে ভালোবেসে আমার এ চিরকুট।
কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
যাবে কি না যাবে আমার সাথে।
ঘুম ভাঙে এসপ্ল্যানেড
খোলা ভাঙে চীনেবাদাম,
চেনা কোনো ঘাসের দাগ
শুয়ে থাকা কি আরাম।
শহর জুড়ে যেন প্রেমের মরসুম
আলোতে মাখামাখি আমার এ গ্রীনরুম,
কখনও নেমে আসে অচেনা প্যারাসুট
তোমাকে ভালোবেসে আমার এ চিরকুট।
কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
যাবে কি না যাবে আমার সাথে।
খুঁজে দিতে না পারলে আড়ি
আমার ব্যোমকেশ বক্সীর বাড়ি,
তবেই তোমার কথা কলকাতা কলকাতা
সব কিছু মেনে নিতে পারি।
কেন এ অসম্ভবে
ডেকে আনো আমাকে,
ছুঁয়ে থাকে হাতটাকে
কবিতার ছাদ টাকে।
কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
যাবে কি না যাবে আমার সাথে।