Kopaler Bhanje Song Is Sung by Piya Chakraborty. Music Composed by Anupam Roy And Kopaler Bhaje Gari Chole Sara Raat Lyrics In Bengali written by Anupam Roy. Song Mixed And Mastered by Shomi Chatterjee. Kawpaler Bhaanje Same Song Is Sung by Moushumi Bhowmik And Kaushiki Chakraborty.
- Song : Kopaler Bhanje
- Singer : Piya Chakraborty
- Music & Lyrics : Anupam Roy
- Recorded by : Subhranil Basu
- Photographs by : Sujoy Chowdhury
- Video by : Prinkar Saha
Kopaler Bhaanje Lyrics In Bengali :
কপালের ভাঁজে গাড়ি চলে সারা রাত
চাকার আঘাতে খানিকটা উঁচু-নিচু,
অহংকারটা চিরদিনই রয়ে গেলো
তাই চোখের আড়ালে থেকে গেলো কত কিছু।কারোর পায়ের শব্দ আমি মন প্রাণ দিয়ে চাইছি
নিঃস্বাশ তুমি ফিরে যাও আমি যন্ত্রনা ভালোবাসছি,
তাই ঝড়ের কাছাকাছি এই কাতর বিবরণ
এর পরেও জেগে থাকে পাথরকুচি মন।
কপালের ভাঁজে গাড়ি চলে সারারাত।।
চাকার আঘাতে খানিকটা উঁচু-নিচু,
অহংকারটা চিরদিনই রয়ে গেলো
তাই চোখের আড়ালে থেকে গেলো কত কিছু।কারোর পায়ের শব্দ আমি মন প্রাণ দিয়ে চাইছি
নিঃস্বাশ তুমি ফিরে যাও আমি যন্ত্রনা ভালোবাসছি,
তাই ঝড়ের কাছাকাছি এই কাতর বিবরণ
এর পরেও জেগে থাকে পাথরকুচি মন।
কপালের ভাঁজে গাড়ি চলে সারারাত।।
ছটফট করে কাটা ঘুড়ি গুলো
ধারালো সুতোর চিৎকার,
নিস্তেজ আমি বসে থাকি
কোনো দ্রুতগামী রেল কবেকার,
তাই আমার গলা ভেঙ্গে এই কাতর বিবরণ
আর ঝড়ের কাছাকাছি এই পাথরকুচি মন,
তাই আমার গলা ভেঙ্গে এই কাতর বিবরণ
আর ঝড়ের কাছাকাছি পাথরকুচি মন।
কপালের ভাঁজে গাড়ি চলে সারা রাত
চাকার আঘাতে খানিকটা উঁচু-নিচু,
অহংকারটা চিরদিনই রয়ে গেলো
তাই চোখের আড়ালে থেকে গেলো কত কিছু,
তাই চোখের আড়ালে থেকে গেলো কত কিছু
চোখের আড়ালে থেকে গেলো কত কিছু।