Maa Go Tumi Sarbojanin Song Is Sung by Shreya Ghoshal From Suruchi Sangha Durga Puja Theme Song 2015. Music Composed by Jeet Gannguli And Maa Go Tumi Sorbojanin Song Lyrics Written by West Bengal Chief Minister Mamata Banerjee.
- Song : Maa Go Tumi Sarbojanin
- Singer : Shreya Ghoshal
- Music : Jeet Gannguli
- Lyricist : Mamata Banerjee
- Directed by : Raj Chakraborty
- Label : SVF
Maa Go Tumi Sarbojanin Song Lyrics In Bengali :
মা গো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে,
মা গো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে
মা, আম্মি, মাদার একই ভূলি তা কি করে?
মা গো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে।
ঘরে যে মা মন্দিরেতেও
দেখি মোরা সেই মায়েরই মুখ,
মা দেবীতে ফারাক কোথায়?
সব মা-ই যে একই দেবীর রূপ৷
ত্রিভূবনেও আছো মা গো
আছো মাটির ঘরে,
মা, আম্মি, মাদার একই ভূলি তা কি করে?
মা গো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে।
জন্মদায়িনী মা তুমি
আগলে রাখো দুহাতে সন্তানে,
জগদ্ধাত্রী মা গো তুমি
আগলে রাখো তেমনি ভূবনে৷
হৃদয় মাঝে তাই তো বাঁধা
দুই মা-ই এক সুরে৷
মা, আম্মি, মাদার একই ভূলি তা কি করে?
মা গো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে।