Jiya Tui Chara Lyrics-Arijit Singh-Biye Bibhrat

154
joya tui chara lyrics

Jiya Tui Chara Song is Sung by Arijit Singh from Bengali Movie Biye Bibhrat. Jiya Tui Chara Lyrics In Bengali Written by Barish. Music Composed by Ranajoy Bhattacharjee. Starring: Parambrata Chattopadhyay, Abir Chatterjee, Lahoma Bhattacharjee And Others. Music Arranged by Shourya Ghatak. This song was released on Youtube Zee Music Bangla 8 Jul 2023.

Song Details:

  • Song: Jiya Tui Chara
  • Singer: Arijit Singh
  • Lyrics: Barish
  • Music by: Ranajoy Bhattacharjee
  • Music Label: Zee Music Bangla
  • Movie: Biye Bibhrat

    Jiya Tui Chara Lyrics in Bengali:

লাগে না, লাগে না
আজ জিয়া তুই ছাড়া,
ডাকি তাও জাগে না
চায় হৃদয় তোর সাড়া। (X2)

রং মেশায় দিন রাতে
এ দুচোখের দরিয়াতে,
কে আর তুই ছাড়া।
লাগে না, লাগে না
আজ জিয়া তুই ছাড়া,
ডাকি তাও জাগে না
চায় হৃদয় তোর সাড়া।

ছুঁয়ে দিলে মন-বিনা বেজে ওঠে যে
দে ভিজিয়ে শুধু যেন আঁখি না ভেজে,
জানিনা কিভাবে তোকে বলি এ আমি
কত রাগই থেকে যাবে হয়ে বেনামী।

মরমিয়া মন মানেনা এখন
কেন সে বাবরা,
রং মেশায় দিন রাতে
এ দু’চোখেরই দরিয়াতে,
কে আর তুই ছাড়া ..
লাগে না, লাগে না
আজ জিয়া তুই ছাড়া,
ডাকি তাও জাগে না
চায় হৃদয় তোর সাড়া।

Previous articleMegher Nouka Lyrics-Prohelika-Imran-Konal
Next articleAmare Uraia Dio Lyrics-Amare Uraia Dio