Mohona Lyrics Song Is Sung by Paloma Majumder from Bony Bengali Movie On The Novel By SirShendu Mukhopadhyay. Starring: Parambrata Chattopadhyay, Koel Mallick, Anjan Dutt, Kanchan Mullick. Music Composed by And Song Lyrics Written by Anupam Roy. Song Arranging And Programming by Sudipto “Buti” Banerjee.
- Song Name: Mohona
- Film Name: Bony
- Singer: Paloma Majumder
- Music & Lyrics: Anupam Roy
- Mixing & Mastering: Shomi Chatterjee
- Director: Parambrata Chattopadhyay
- Cinematographer: Tiyash Sen
- Editor: Sumit Chowdhury
- Executive Producer: Sandeep Sathi
- Presenter: Nispal Singh
- Produced By: Surinder Films Pvt. Ltd.
Mohona Song Lyrics In Bengali
খুঁজে খুঁজে তাকে, চলে গেছো ফিরে
বেসুরো বিকেলে, আমি মেঘেদের ভিড়ে,
থেমে গেছি কেন ? যেন চলতে শিখিনি,
মনে পড়ে গেলেও, আমি চমকে উঠিনি।
ওই দূরে হাওয়ায় ওড়ে মায়ার আঁচল
ছায়াগুলো খুব ক্লান্ত, খুব অসফল,
পাথর পাথর চিন্তায় কোন অচেনায়?
তাকিয়ে থাকি দারুণ অসহায়।
এতদূর হেঁটে এসে আজ এই মোহনায়
কিছুতেই কোনও কিছু আর যেন মিলছে না,
ছুটে আসা কোনো ট্রেন যদি খোঁজে ঠিকানা
আমার বুকের হদিস সে কি পাচ্ছে না ?
ভেতরে ভেতরে, যদি মরে গেছি ভাবো ?
তোমাকে সেখানে, চলো নিয়ে যাবো,
চিলেকোঠা ঘরে, একা বসে থেকো,
মুছে দিয় সবই, শুধু স্মৃতিটুকু রেখো।
ওই দূরে হাওয়ায় ওড়ে মায়ার আঁচল
ছায়াগুলো খুব ক্লান্ত, খুব অসফল,
পাথর পাথর চিন্তায় কোন অচেনায়?
তাকিয়ে থাকি দারুণ অসহায়।
এতদূর হেঁটে এসে আজ এই মোহনায়
কিছুতেই কোনও কিছু আর যেন মিলছে না,
ছুটে আসা কোনো ট্রেন যদি খোঁজে ঠিকানা
আমার বুকের হদিস সে কি পাচ্ছে না ?