Mon Pagla Song Is Sung by Mahtim Sakib And Rodia Ashiquzzaman from Local Bengali Movie. Starring Ador Azad, Bubly And Others. Music Composed by JK Majlish. Mon Pagla Lyrics In Bengali Written by Plaban Imdad. Local Bengali Movie Directed by Saif Chandan And Story by Ferari Forhad.
- Song : Mon Pagla
- Movie : Local
- Singer: Mahtim Sakib & Rodia Ashiquzzaman
- Lyrics : Plaban Imdad
- Composer & Music Director : JK Majlish
- Music Arrangement : Meer Masum
- Produced by : Cleopatra Films
Mon Pagla Song Lyrics In Bengali :
শহরের সব আলো ছাপিয়ে
জোনাকি দেখিস তুই তাকিয়ে,
আমাকেও দেখানা।
টুপটাপ মনে বৃষ্টি নামে
একা ভিজে যাস লুকোচুরি প্রেমে
আমাকেও ভেজানা।
আমি জানি ওই, দুচোখে অথৈ
জমে আছে কথা না বলা,
মন পাগলা ..
এটা বোঝে কে তুই ছাড়া,
মন পাগলা ..
কথা বলে দে, যত না বলা।।
কবে বসে পরানের ঘাসে
এলেবেলে খোয়াবের পাশে
শিস দোয়েল ওরে,
থাকে চুপ যদি যাস উড়ে।
রুপোর কাঁঠিতে ঘুম ভাঙালি
ছায়া উঠোনে রোদ মাখালি,
জুড়ে দিলি ডানা মনে
কোথা উড়ে চলি কে তা জানে।
তোর চোখ জানালায়
কথা গুলো দোল খায়,
লুকোচুরি খেলা ধরা।
ছল ছল জল ওরে তুই এসে বলে দে
ডুবি চুপ বোঝে কি কেউ মন উতলা।
মন পাগলা ..
এটা বোঝে কে তুই ছাড়া,
মন পাগলা ..
কথা বলে দে, যত না বলা।।
আমি জানি ওই, দুচোখে অথৈ
জমে আছে কথা না বলা,
মন পাগলা ..
এটা বোঝে কে তুই ছাড়া,
মন পাগলা ..
কথা বলে দে, যত না বলা।।