Mone Ki Dwidha Rekhe Gele Rabindra Sangeet Song Is Sung by Raghab Chatterjee from E Tumi Kemon Tumi Bengali Movie. Starring: Priyanka Sarkar and Rezwan Rabbani Sheikh. Mone Ki Didha Rekhe Gele Lyrics In Bengali Written by Rabindranath Tagore. Same Song Is Sung by Hemanta Mukherjee, Manna Dey, Chinmoy Chatterjee, Indrani Sen, Srikanto Acharya, Jayati Chakraborty, Shaan And Many Various Artists In Their Own Way.
- Song : Mone Ki Dwidha Rekhe Gele
- Movie : Priyanka Sarkar and Rezwan
- Singer : Raghab Chatterjee
- Lyricist : Rabindranath Tagore
- Parjaay : Prem 277
- Raag : Iman Kalyan
- Label : Amara Muzik Bengali
Mone Ki Dwidha Rekhe Gele Song Lyrics In Bengali :
মনে কী দ্বিধা রেখে গেলে চলে
সে দিন ভরা সাঁঝে,
যেতে যেতে দুয়ার হতে
কী ভেবে ফিরালে মুখখানি,
কী কথা ছিল যে মনে মনে
মনে কী দ্বিধা রেখে গেলে চলে।।
তুমি সে কি হেসে গেলে আঁখিকোণে
আমি বসে বসে ভাবি
নিয়ে কম্পিত হৃদয়খানি।
তুমি আছ দূর ভুবনে
মনে কী দ্বিধা রেখে গেলে চলে।।
আকাশে উড়িছে বকপাঁতি
বেদনা আমার তারি সাথী
আকাশে উড়িছে,
বারেক তোমায় শুধাবারে চাই
বিদায়কালে কী বল নাই,
সে কি রয়ে গেল গো
সিক্ত যূথীর গন্ধবেদনে, মনে।
মনে কী দ্বিধা রেখে গেলে চলে
সে দিন ভরা সাঁঝে,
যেতে যেতে দুয়ার হতে
কী ভেবে ফিরালে মুখখানি,
কী কথা ছিল যে মনে মনে
মনে কী দ্বিধা রেখে গেলে চলে।।