Nishitho Shoyone Rabindra Sangeet Song Is Sung by Susmita Patra. Nishitho Shayane Bhebe Rakhi Mone Lyrics In Bengali Written by Rabindranath Tagore.
- Song : Nishitho Shoyone
- Lyrics and Composition : Rabindranath Tagore
- Singer : Susmita Patra
- Music Designed By : Sandipan Ganguly
- Sound Engineer : Goutam Basu
- Parjaay : Puja 178
- Taal : Teyora
- Raag : Bageshre-Bahar
Nishitho Shoyone Song Lyrics In Bengali :
নিশীথশয়নে ভেবে রাখি মনে
ওগো অন্তর্যামী,
প্রভাতে প্রথম নয়ন মেলিয়া
তোমারে হেরিব আমি,
ওগো অন্তর্যামী,
নিশীথশয়নে ভেবে রাখি মনে
ওগো অন্তর্যামী।।
জাগিয়া বসিয়া শুভ্র আলোকে,
জাগিয়া বসিয়া শুভ্র আলোকে
তোমার চরণে নমিয়া পুলকে,
মনে ভেবে রাখি দিনের কর্ম
তোমারে সঁপিব স্বামী,
ওগো অন্তর্যামী,
নিশীথশয়নে ভেবে রাখি মনে
ওগো অন্তর্যামী।।
দিনের কর্ম সাধিতে সাধিতে
ভেবে রাখি মনে মনে,
কর্ম-অন্তে সন্ধ্যাবেলায়
বসিব তোমারি সনে।
দিন-অবসানে ভাবি বসে ঘরে
তোমার নিশীথ বিরাম সাগরে,
শ্রান্ত প্রাণের ভাবনা বেদনা
নীরবে যাইবে নামি,
ওগো অন্তর্যামী।
নিশীথশয়নে ভেবে রাখি মনে
ওগো অন্তর্যামী,
প্রভাতে প্রথম নয়ন মেলিয়া
তোমারে হেরিব আমি,
ওগো অন্তর্যামী,
নিশীথশয়নে ভেবে রাখি মনে
ওগো অন্তর্যামী।।