Mone Mone Mile Geche Song Is Sung by Imran Mahmudul from Amar Aktai Tumi Bengali Short film. Starring: Allen Shubhro, Tasnuva Tisha and Musfiq R. Farhan. Mone Mone by Imran Bengali Song Lyrics written by Snahashish Ghosh.
- Song : Mone Mone
- Short film : Amar Aktai Tumi
- Vocal, Tune & Composition : Imran Mahmudul
- Lyricist : Snahashish Ghosh
- Story, Script & Direction : Swaraj Deb
- DOP : Aamir Hamza
- Edit & Color : Shahriar Shahrukh
- Produced by : Adbox
- Lebel : GaanBox
Mone Mone Mile Geche Song Lyrics
মনে মনে মিলে গেছে
প্রেম তাই হয়ে গেছে।
খুব ভালো আছি দুজনে
এভাবেই দিন চলেছে।
পাশা পাশি দুজন রবো সারাটি জীবন
আর কিছু নেই প্রয়োজন..
ও মনে মনে মিলে গেছে
প্রেম তাই হয়ে গেছে।
খুব ভালো আছি দুজনে
এভাবেই দিন চলেছে।
তোমাকে পেয়ে যেন সব কিছু ভুলেছি,
স্বপ্নের পাড়াতে দুজন বাসা বেধেছি।
পাশা পাশি দুজন রবো সারাটি জীবন
আর কিছু নেই প্রয়োজন।
ও মনে মনে মিলে গেছে
প্রেম তাই হয়ে গেছে।
খুব ভালো আছি দুজনে
এভাবেই দিন চলেছে।
দুজন একই সাথে চলেছি যে পথে,
সরবো না সেই পথ থেকে কোনো মতে।
পাশা পাশি দুজন রবো সারাটি জীবন
আর কিছু নেই প্রয়োজন।
ও মনে মনে মিলে গেছে
প্রেম তাই হয়ে গেছে।
খুব ভালো আছি দুজনে
এভাবেই দিন চলেছে।