Mone Pore Ruby Roy Song Is Sung by R D Burman. Music Composed by Rahul Dev Burman And Mone Pore Rubi Roy Lyrics In Bengali Written by Sachin Bhowmick. Cover version Song is Sung by Arijit Singh, A.I. Razu And Unplugged Female Version Song Is Sung by Dristy Anam. Hindi Version Song Name Is Meri Bheegi Bheegi Si Sung by Kishore Kumar from Anamika Hindi Movie. Hindi Lyrics Written by Majrooh Sultanpuri.
- Song : Mone Pore Ruby Roy
- Singer : R.D.Burman
- Music Director : Rahul Dev Burman
- Lyricist : Sachin Bhowmick
- Label : Saregama India Ltd
- Cover Credits:
- Singer : A.I. Razu
- Music Re-arrange : Hamlet Tushar
- Sound Mix & Master : Rony Siddi
Mone Pore Ruby Roy Song Lyrics In Bengali :
মনে পড়ে রুবি রায়,
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি,
আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি।
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি,
আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি।
রোদ জ্বলা দুপুরে, সুর তুলে নুপুরে
বাস থেকে তুমি যবে নাবতে।
একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে
সে কথা কি কোনোদিন ভাবতে?
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি,
আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি।
দ্বীপ জ্বলা সন্ধ্যায়,
দ্বীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি,
দ্বীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি,
ও পাখি সেতো আসে নি, তুমি ভালোবাসোনি
স্বপ্নের জাল বৃথা বুনেছি।
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি,
আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি।
মনে পড়ে রুবি রায়,
মনে পড়ে রুবি রায় …