Mone Rekho Title Song Is Sung by Hridoy Khan and Mila. Starring: Bonny Sengupta And Mahiya Mahi. Mone Rekho Konodino Lyrics In Bengali Written by SA Haq Olik.
- Song : Mone Rekho (Title Track)
- Movie : Mone Rekho
- Singer : Hridoy Khan and Mila
- Lyrics : SA Haq Olik
- Composer : Hridoy Khan
- Director : Wajed Ali Sumon
- Label : Live Tech
Mone Rekho Song Lyrics In Bengali :
তুমি ছাড়া, আর কোনোদিনও
আমি একা, হতে চাই না।
মনে রেখো, কোনোদিনও
আমি ছেড়ে যাবো না,
মনে রেখো, তুমি ছাড়া
আমি বেঁচে রবো না।
বেহায়া প্রেম কোনো কথাই
মানতে চায় না,
আদরে প্রেম কোনো কথাই
শুনতে চায় না।
বেহায়া প্রেম কোনো কথাই
মানতে চায় না,
আদরে প্রেম কোনো কথাই
বুঝতে চায় না।
বুঝিনি আমি, কোনোদিনও
ভালোবাসা কারে কয়,
শেখালে তুমি ভালোবেসে
ভালোবাসা এমনই হয়।
মনে রেখো, কোনোদিনও
আমি ছেড়ে যাব না,
মনে রেখো, তুমি ছাড়া
আমি বেঁচে রবো না।
বেহায়া প্রেম কোনো কথাই
মানতে চায় না,
আদরে প্রেম কোনো কথাই
শুনতে চায় না।
বেহায়া প্রেম কোনো কথাই
মানতে চায় না,
আদরে প্রেম কোনো কথাই
বুঝতে চায় না।