Shokal Hashe Lyrics In Bangla from Dohon Bengali Movie. Song is sung by Imran Mahmudul And Bushra Shahriar. Starring: Siam Ahmed And Pujja Cherry. Amar Sokal Hashe Bengali Song Lyrics written by Bushra Shahriar.
- Film : Dohon
- Song : Amar Shokal Hashe
- Singer : Imran Mahmudul & Bushra Shahriar
- Music : Emon Shaha
- Lyrics : Bushra Shahriar
- Director : Raihan Rafi
- D.O.P : Saiful Shahin
- Produce By : Jaaz multimedia
Shokal Hashe Lyrics
আমার সকাল হাসে তোমার চিলেকোঠায়
আর একফালি সুখ মনের আঙিনায়
আমি ঘুম হয়ে তাই, তোমার চোখেতে
ভালোবাসার স্বপ্ন এঁকে যাই (x2)
জানি না বুঝিনা কেনো মন মানে না
এই মন শুধু তোমাকে চায় (x2)
আমার সকাল হাসে ..
মন আমার কেন সে দূর অজানায় হারালো
ভালোবেসে তোমায়
তোমাতে বিলীন হয়ে আজ লিখেছি
প্রেমের কবিতা
ওগো বন্ধু আমার,
ওগো বন্ধু আমার তুমি সেই কবিতা
ছন্দে গড়া পুঁতির মালা।
জানি না বুঝিনা কেনো মন মানে না
এই মন শুধু তোমাকে চায় (x2)
আমার সকাল হাসে ..
এই জীবন রঙ্গীন হলো আজ
তোমাকে কাছে পেয়েছি তাই
দিয়েছি তোমাকে এই মন
এসেছে প্রেমেরই লগন।
ওগো বন্ধু আমার তুমি সেই লগনে
কিছু না বলা কথা আর নাই।
জানি না বুঝিনা কেনো মন মানে না
এই মন শুধু তোমাকে চায়
আমার সকাল হাসে তোমার চিলেকোঠায়
আর একফালি সুখ মনের আঙিনায়
আমি ঘুম হয়ে তাই, তোমার চোখেতে
ভালোবাসার স্বপ্ন এঁকে যাই।