Na Jani Kon Oporadhe Lyrics – না জানি কোন অপরাধে লিরিক্স – Momotaz

31

Na Jani Kon Oporadhe Lyrics bengali song is sung by Momtaz Begum from Swatta bengali movie. Starring Shakib Khan, Paoli Dam, Rina Khan

Na Jani Kon Oporadhe Song Details :

  • Song : Na jani kon oporadhe
  • Singer: Momotaz
  • Lyric: Shejul Hussen
  • Music Director : Bappa Mazumder.

Na Jani Kon Oporadhe In Bengali :

না জানি কোন অপরাধে
দিলা এমন জীবন
আমারে পুড়াইতে তোমার
এতো আয়োজন
আমারে ডুবাইতে তোমার
এতো আয়োজন।
ও. আমারে ডুবাইতে তোমার
এতো আয়োজন।
সুখে থাকার স্বপ্ন দিলা
সুখতো দিলা না
কতো সুখে আছি বেঁচে
খবর নিলা না, বিধি
খবর নিলা না।
আমি ছাড়া কেউ নাই আমার
দুখের পরিজন
আমারে পুড়াইতে তোমার
এতো আয়োজন
আমারে ডুবাইতে তোমার
এতো আয়োজন।
আমারে ডুবাইতে তোমার
এতো আয়োজন।
মায়া ঘোরা ভবের জালে
আমায় কইরা বন্দি
জানিনা কি করছো উদ্দ্যেশ
কিবা করছো ফন্দি
কিবা করছো ফন্দি।
আমি ছাড়া কেউ নাই আমার
দুখের পরিজন
আমারে পোড়াইতে তোমার
এতো আয়োজন
আমারে ডুবাইতে তোমার
এতো আয়োজন।
ও. আমারে ডুবাইতে তোমার
এতো আয়োজন।

Previous articleSona Pakhi Go Lyrics – সোনা পাখি গো লিরিক্স – Wahed
Next articleBondhu Tumi Asho Na Lyrics – বন্ধু তুমি আসো না লিরিক্স – Gaanpoka