Naa Song is Sung by Imran Mahmudul. Music Programming by Tonmay Mahabubul. Naa Tomay Valobashi Na Lyrics In Bengali Written by Mehedi hasan Limon.
- Song name : Naa
- Vocal & Tune : Imran mahmudul
- Music Programming : Tonmay Mahabubul
- Lyrics : Mehedi hasan Limon
- Edit & Colour : Tonmay Mahabubul
- D.O.P : Avijit Chakrabarty Jitu
- Directed by : Imran mahmudul
Naa Song Lyrics
যদি বলতে পারো আমায় তুমি
কেন আমার হলে না?
তবে আমি তোমার কাছে
আর কোনো প্রশ্ন রাখবো না।
যদি বলতে পারো কথা দিয়ে
কেন কথা রাখলে না?
জানি আমি তুমি কোনো
উত্তর দিতে পারবে না …
না, তোমায় ভালোবাসি না
তোমায় ভালোবাসি না,
তোমায় ভালোবাসি না,
তুমি আমার জন্য না।।
একলা বিকেল, ধূসর স্মৃতি
কাটে কেমন কেউ জানে না,
নেই কত রাত, হাতে রাখা হাত
চাপা ব্যেথা কেউ দেখে না।
যদি বলতে পারো আমায় তুমি
কেন ভালোবাসলে না?
তবে আমি তোমার কাছে
আর কোনো প্রশ্ন রাখব না..
না, তোমায় ভালোবাসি না
তোমায় ভালোবাসি না,
তোমায় ভালোবাসি না,
তুমি আমার জন্য না।।
ভাবছো হয়তো তুমি এখনো
তোমায় ছাড়া চলতে পারি না,
ভুলে গেছি তোমায় আমি
একটুও আর মনে পড়ে না।
যদি বলতে পারো কথা দিয়ে
কেন কথা রাখলে না?
জানি আমি তুমি কোনো
উত্তর দিতে পারবে না।
না, তোমায় ভালোবাসি না
তোমায় ভালোবাসি না,
তোমায় ভালোবাসি না,
তুমি আমার জন্য না।।