Nikhoj Lyrics by Imran Mahmudul from Anmone Tumi Bangla Natok Starring: Ziaul Faruq Apurba and Zakia Bari Momo Music composed by Sajid Sarker And Aanmone Tumi Ami Hoyechi Nikhoj Song Lyrics written by Snahashish Ghosh.
- Drama: Anmone Tumi
- Singer: Imran Mahmudul
- Tune & Music: Sajid Sarker
- Lyrics: Snahashish Ghosh
- Director: Mahmudur Rahman Hime
- Cast: Apurba & Zakia Bari Momo
- Label : Cd Choice
Nikhoj Lyrics
হটাৎ করে নিয়েছি ঠাঁই,
তোমাতে মনোযোগ
তুমি ছাড়া ভাললাগে না,
এ আবার কেমন রোগ (x2)
আনমনে তুমি আমি হয়েছি নিখোঁজ
ভোরের শিশির মাখা প্রতিটি প্রহর
হৃদয়টা বলে যেন এভাবে চলে রোজ রোজ (x2)
কোথায় যাবো দুজন মিলে,
মন তা জানে না
বেহিসেবে চলছি তবু,
ক্লান্তি আসে না (x2)
আনমনে তুমি আমি হয়েছি নিখোঁজ
ভোরের শিশির মাখা প্রতিটি প্রহর
হৃদয়টা বলে যেন এভাবে চলে রোজ রোজ (x2)
থামছো কেন ?
যেতে হবে আরও অনেক দূর
এমনি তো ছিলো নেওয়া
তোমার আমার শপথ (x2)
আনমনে তুমি আমি হয়েছি নিখোঁজ
ভোরের শিশির মাখা প্রতিটি প্রহর
হৃদয়টা বলে যেন এভাবে চলে রোজ রোজ (x2)