Nirbashoner Gaan Lyrics – Anupam Roy

Nirbashoner Gaan Lyrics new Song 2020 ‘Tui Ki Amar Hobi Re’ is a bangali song Anupam Roy. The singer of the song are Imran and Kona. The lyrics of the song is written by Anindya Chatterjee and Anupam Roy. This song is based on the pandemic situation going on the period.  The song is available in the Anupam Roy youtube channel.

FAREWELL KOLKATA (ফেয়ার ওয়েল কলকাতা ) Song Info

  • Song: Farewell Kolkata – ফেয়ার ওয়েল কলকাতা
  • Band: Taalpatar shepai
  • Vocal: Pritam Das
  • Lyrics: Souvik Chakraborty
  • Original Tune: Jamaica Farewell
  • Label: Taalpatar shepai
  • Release Date : July 18, 2020

FAREWELL KOLKATA SONG LYRICS IN BANGLA (ফেয়ার ওয়েল কলকাতা ) 

 রাত্রি শেষ হল, যেমন হয়
আর হাইরাইজের পিঠে সূর্যোদয়।
আমিও বেরলাম ঘর ছেড়ে
আর অভিমানী পিছুটান মুখ লুকায়।
এই বিষাদস্নান কোন স্রোতের টান
শুনতে চায় ঘরে ফেরার গান।
গান হারিয়ে যায়, লিখি মেঘের গায়
তাকে ফেলে এসেছি আমি কলকাতায়।
বিকেল ফুরোলে আলগোছে
যত নিয়ন গড়িয়ে নামে মন খারাপ।
চোখের পাতায় বিয়ারঘুম,
আমি প্রাণপণে খুঁজি পোষা বাস্তুসাপ।
এই মন কেমন লাগে যার যেমন
খুঁজে বেড়ায় চেনা ঘরের কোণ,
ঘর হারিয়ে যায়, পথ ভাগ বসায়
তাকে ফেলে এসেছি আমি কলকাতায়।
প্রবাসী পাখিদের দুই ডানায়
রোজ নতুন নতুন কত পূর্বরাগ।
শরীর শরীরে মেশে আশ্লেষে
তবু প্রাণপণে খুঁজি চেনা জন্মদাগ।
এই মন কেমন লাগে যার যেমন
খুঁজে বেড়ায় চেনা ঘরের কোণ,
ঘর হারিয়ে যায়, পথ ভাগ বসায়
তাকে ফেলে এসেছি আমি কলকাতায়।
Previous articleFarewell Kolkata Lyrics – Taalpatar Shepai Song
Next articleToke Chai Lyrics Raj Barman | Puja
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.