O Chand Amar Ki Aporadh Song Is Sung by Kumar Sanu from Dadathakur Bengali Movie. Starring: Ferdous Ahmed, Victor Banerjee, Arpita Pal, Ranjit Mallick And Others. Music composed by Babul Bose. O Chand Amar Ki Oporadh Song Lyrics written by Gautam Sushmit.
- Song : O Chand Aamar Ki Aporadh
- Movie : Dadathakur
- Singer : Kumar Sanu
- Music : Babul Bose
- Lyrics : Gautam Sushmit
- Director : Haranath Chakraborty
- Banner : Shree Venkatesh Films
- Label : Venus Regional
O Chand Amar Ki Aporadh Song Lyrics In Bengali :
ও চাঁদ আমার কি অপরাধ
তুমি বলে দাও,
ও চাঁদ আমার কি অপরাধ
তুমি বলে দাও,
চাইনি তবু কেনো তুমি কাছে এলে
মিথ্যে অভিনয়ে স্বপ্ন সাজালে।
কোন প্রতিশোধ নিতে দিলে অপবাদ
ও চাঁদ আমার কি অপরাধ
তুমি বলে দাও,
ও চাঁদ আমার কি অপরাধ
তুমি বলে দাও।
অপমান সইবো কখনো ভাবিনি
আমি তো তোমার মন চাইতে আসিনি,
হো.. অপমান সইবো কখনো ভাবিনি
আমি তো তোমার মন চাইতে আসিনি।
ছলনাকে, প্রেম ভেবে, পেলাম আঘাত
ও চাঁদ আমার কি অপরাধ
তুমি বলে দাও, ও চাঁদ..
যে ক্ষতি আমার হলো তার দায় কে নেবে
বুঝিনি পাওয়ার আগে সবই যে হারাবে,
হো.. যে ক্ষতি আমার হলো তার দায় কে নেবে
বুঝিনি পাওয়ার আগে সবই যে হারাবে।
শুধু শুধু, কেনো দিলে, মরণের সাধ
ও চাঁদ আমার কি অপরাধ
তুমি বলে দাও,
ও চাঁদ আমার কি অপরাধ
তুমি বলে দাও।
চাইনি তবু কেনো তুমি কাছে এলে
মিথ্যে অভিনয়ে স্বপ্ন সাজালে
কোন প্রতিশোধ নিতে দিলে অপবাদ
ও চাঁদ আমার কি অপরাধ
তুমি বলে দাও,
ও চাঁদ আমার কি অপরাধ
তুমি বলে দাও।