O Priya Tumi Kothay Lyrics – Asif Akbar

117
O Priya Tumi Kothay Lyrics
O Priya Tumi Kothay Song is Sung By Asif Akbar. Cover Version Song Is Sung by BjoyRoth Band, Abir Biswas, Mithun Saha And Many Various Artists In Their Own Way. Music Composed by And O Priya Tumi Kothay Lyrics written by Ethun Babu.
O Priya Tumi Kothay Song Cast : Sijar, Bona And Mehedi.
  • Song : O Priya Tumi Kothay
  • Singer : Asif Akbar
  • Lyrics, Tune & Music : Ethun Babu
  • Label: Soundtek

O Priya Tumi Kothay Song Lyrics In Bengali :

বুকের জমানো ব্যাথা
কান্নার নোনা জলে
ঢেউ ভাঙে চোখের নদীতে,
অন্যের হাত ধরে, চলে গেছো দূরে
পারিনা তোমায় ভুলে যেতে,
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়?
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়।।
ভুল না হয় আমার’ই ছিলো বেশি
করোনি ক্ষমা করেছো দোষী,
অভিমান লুকিয়ে রাখো যদি
থাকবো সারা জীবন অপরাধী,
প্রতিশোধ নেবে নাও
আমি বাধা দেবো না,
একবার বলে যাও
কেনো আমার হলে না ?
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়?
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়?
বুকের জমানো ব্যাথা
কান্নার নোনা জলে
ঢেউ ভাঙে চোখের নদীতে,
অন্যের হাত ধরে চলে গেছো দূরে
পারি না তোমায় ভুলে যেতে,
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়?
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়।।
ভাবিনি কখনো যাবে চলে
এভাবে আমাকে একা ফেলে,
স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি
একা কেঁদে কেঁদে ক্লান্ত আমি,
প্রতিশোধ নেবে নাও
আমি বাধা দেবো না,
একবার বলে যাও
কেনো আমার হলে না ?
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়?
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়?
বুকের জমানো ব্যাথা
কান্নার নোনা জলে
ঢেউ ভাঙে চোখের নদীতে,
অন্যের হাত ধরে চলে গেছো দূরে
পারি না তোমায় ভুলে যেতে,
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়?
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়।
ও প্রিয়া.. তুমি কোথায়
Previous articleAHARE (আহারে) LYRICS BY MINAR RAHMAN
Next articleEID MUBARAK LYRICS – Sultan The Saviour – Jeet, Mim