Oh My Love Song Is Sung by Kunal Ganjawala And Shreya Ghoshal from Amanush Bengali Movie.
Starring: Soham Chakraborty And Srabanti Chatterjee. Music composed by Jeet Gannguli And
O My Love Song Lyrics written by Prasen.
- Song : O My Love
- Movie Name : Amanush (2010)
- Singer : Kunal Ganjawala & Shreya Ghoshal
- Music Composer : Jeet Gannguli
- Lyrics : Prasen
- Director : Rajib Biswas
- Produced by : SVF Entertainment Pvt. Ltd.
Oh My Love Song Lyrics In Bengali :
You and me together
Making it all seem well
Oh my love, Be my love
I just wanna die in your arms
Oh my love
আমার স্বপ্ন জুড়ে তুই
আর তোর চিন্তারা শুধুই,
ঘুরে ফিরে যাচ্ছে বারেবার
আর কোনো রাস্তা নেই আমার,
বলনা তোর দোহাই, প্রেম ভাসাই
কোন জলে..
ও মাই লাভ, আদুরে আলাপ
ছুঁয়ে তোর আঁচলে এলাম বলে,
বি মাই লাভ, একটা গোলাপ
চুপিসাড়ে রেখে গেলাম তোর কোলে।
সুখেরই চাদরে, রোদেরই আদর
পাঠিয়েছি তোর নামে,
ও চাঁদেরই আলোকে, রুপোলি পালক
রাখা আছে নীল খামে।
তোর উত্তরেরই আশায়
প্রশ্নরা চিহ্ন ভুলে যায়,
আবেগের ব্যস্ত পারাপার
আর কোনো রাস্তা নেই আমার,
বলনা তোর দোহাই, প্রেম ভাসাই
কোন জলে ..
ও মাই লাভ, আদুরে আলাপ
ছুঁয়ে তোর আঁচলে এলাম বলে,
বি মাই লাভ, একটা গোলাপ
চুপিসাড়ে রেখে গেলাম তোর কোলে।
মনেরই দেয়ালে, খামোকা খেয়ালে
আঁকিবুকি তোর ছবি,
ও জাগিয়ে চলে যা, তবু তো বলে যা
কবে রে আমার হবি।
তোর উত্তরেরই আশায়
প্রশ্নরা চিহ্ন ভুলে যায়,
আবেগের ব্যস্ত পারাপার
আর কোনো রাস্তা নেই আমার,
বলনা তোর দোহাই, প্রেম ভাসাই
কোন জলে …
ও মাই লাভ, আদুরে আলাপ
ছুঁয়ে তোর আঁচলে এলাম বোলে,
বি মাই লাভ, একটা গোলাপ
চুপিসাড়ে রেখে গেলাম তোর কোলে।
এভরি টাইম আই ফীল ইউ
বি মাই লাভ
এভরি টাইম আই ফীল ইউ
বি মাই লাভ
আই জাস্ট ওয়ানা ডাই ইন ইয়োর আর্মস্
ওহ মাই লাভ…