Oi Janalar Kache Boshe Ache Lyrics Song Is Sung by Pritam Das from Taalpatar Shepai. Oi Janalar Kachhe Boshe Ache Song Lyrics In Bengali Written by Rabindranath Tagore. Oi Janalar Kache Boshey Ache Same Song is Sung by Dwijen Mukhopadhyay, Srikanto Acharya, Manomay Bhattacharya And Many Various Artists In Their Own Way.
Oi Janalar Kache Boshe Ache Lyrics Rabindra Sangeet :
- Song : Oi Janalar Kache Boshe Ache
- Written by : Rabindranath Tagore
- Notation by : Jyotirindranath Tagore
- Vocal, Arrangement, Harp & clarinet : Pritam Das
- Mixing & Mastering : Sumon Ghosh & Pritam Das
- Art : Nilavo Das
- Parjaay : Natya-geeti
- Taal : Ektaal
- Raag : Mishra Khambaj
- Label : Taalpatar Shepai
Oi Janalar kache Boshe Ache Song Lyrics In Bengali :
ওই জানালার কাছে বসে আছে
করতলে রাখি মাথা,
তার কোলে ফুল পড়ে রয়েছে
সে যে ভুলে গেছে মালা গাঁথা।
ওই জানালার কাছে বসে আছে।।
শুধু ঝুরু ঝুরু বায়ু বহে যায়
তার কানে কানে কী যে কহে যায়,
শুধু ঝুরু ঝুরু বায়ু বহে যায়
তার কানে কানে কী যে কহে যায়,
তাই আধাে শুয়ে, আধাে বসিয়ে
ভাবিতেছে কত কথা।
ওই জানালার কাছে বসে আছে।।
চোখের ওপরে মেঘ ভেসে যায়
উড়ে উড়ে যায় পাখি,
সারা দিন ধরে বকুলের ফুল
ঝরে পড়ে থাকি থাকি।
মধুর আলস, মধুর আবেশ
মধুর মুখের হাসিটি,
মধুর স্বপনে প্রাণের মাঝারে
বাজিছে মধুর বাঁশিটি।
ওই জানালার কাছে বসে আছে
করতলে রাখি মাথা,
তার কোলে ফুল পড়ে রয়েছে
সে যে ভুলে গেছে মালা গাঁথা।
ওই জানালার কাছে বসে আছে।।