ONUVOBE TUMI LYRICS- Tahsan feat. Puja

179
ONUVOBE TUMI LYRICS
  • Onuvobe Tumi Lyrics
  • Vocals: Tahsan & Puja
  • Tune & Composition: Tahsan
  • Lyric: Faisal Rabbikin
  • Direction: Shahrear Polock & Shimul Mustafi

                                     ONUVOBE TUMI LYRICS

কত রাত হলো, সকাল দেখি না

তোমার হাতে ঐ হাত রাখি না

কত রাত গেল জোছনা মাখি না

এ হৃদয়ে জুড়ে রাখি না

অনুভবে তুমি তবু মিশে যে আছ

এ কী গভীর মায়ায়, তোমারই ছায়ায়

সারাটি জীবন বুঝি কেটে যাবে

তোমারই ছায়ায়, স্মৃতির পাতায়

তুমি আসবে না, জানি আসবে না!

যতই ভাবি ভাসাব হৃদয়

জোছনা মাখা ছবি

তোমারই মাঝে জমে আমি রই

একাকী গভীর রাতে

অনুভবে তুমি তবু মিশে যে আছ

এ কী গভীর মায়ায়, তোমারই ছায়ায়

সারাটি জীবন বুঝি কেটে যাবে

তোমারই ছায়ায়, স্মৃতির পাতায়

তুমি আসবে না, জানি আসবে না!

মনের প্রতিটা ভাঁজে ভাঁজে

আজও তোমার ছবিটা আঁকা

খুব যতনে রাত্রি এ চোখে নামায় বর্ষা

অনুভবে তুমি তবু মিশে যে আছ

এ কী গভীর মায়ায়, তোমারই ছায়ায়

সারাটি জীবন বুঝি কেটে যাবে

তোমারই ছায়ায়, স্মৃতির পাতায়

তুমি আসবে না, জানি আসবে না!

Previous articleValo Laga Lyrics- Avraal Sahir- Prashmita Paul
Next articleToke Peyechi Lyrics- Rahul- Anishaa- Sweet Home Natok