Valo Laga Lyrics- Avraal Sahir- Prashmita Paul

178
Valo Laga Lyrics

Valo Laga Song Sung by Avraal Sahir & Prashmita Paul Form Bengali Natok Janeman Tui Amar. Valo Laga Lyrics in Bengali Written and Tune by Avraal Sahir. Staring: Farhan Ahmed Jovan, Tasnia Farin. Music Composed by Avraal Sahir. Direction by Mohidul Mohim. This song was released on Youtube Sultan Entertainment 23 Aug 2023.

Song Details:

  • Song: Valo Laga
  • Singer: Avraal Sahir & Prashmita Paul
  • Lyrics: Avraal Sahir
  • Music Composed by: Avraal Sahir
  • Music Label: Sultan Entertainment
  • Drama: Janeman Tui Amar

Valo Laga Lyrics in Bengali:

কিছু ভালো লাগা চোখে লেগে রয়,
কিছু কথা এ মনে জমে রয়।
কিছু ভালো লাগা চোখে লেগে রয়,
কিছু কথা এ মনে জমে রয়।

তুই আমার বৃষ্টি দিনে মিষ্টি কবিতা
আমি তোর ওই মনে আনাছে কানাছে,
রোজ উঁকি মেরে যাই তুই তাকাবি বলে।
মানছি না তো হার এতটা সহজে,
ফিরবো না বাড়ি আজ তোকে সাথে না নিয়ে।

আর সে কোন ভোঁরে মায়ার ছাঁদরে,
জড়িয়ে তকে স্বপনে দেই ডুব।
সাধ্য আমার কাছে জদুর যা আছে,
আগলে রব ভালবাসাতে খুব।

তুই আমার বৃষ্টি দিনে মিষ্টি কবিতা,
আমি তোর ওই মনে আনাছে কানাছে
রোজ উঁকি মেরে যাই তুই তাকাবি বলে।
মানছি না তো হার এতটা সহজে,
ফিরবো না বাড়ি আজ তোকে সাথে না নিয়ে।

না জেনে শুনে কিছু মন নিল তোর পিছু,
যত দূরে যাই রাখি তোকে পাহারায়।
কেমনে পাগলামি বুজাব তোকে আমি,
হাতটা বাড়িয়ে ওতে সংঘি হবি আয়।

তুই আমার বৃষ্টি দিনে মিষ্টি কবিতা,
আমি তোর ওই মনে আনাছে কানাছে
রোজ উঁকি মেরে যাই তুই তাকাবি বলে।
মানছি না তো হার এতটা সহজে,
ফিরবো না বাড়ি আজ তোকে সাথে না নিয়ে।।

Previous articleSandhya Belay Tumi Ami Lyrics- Asha Bhosle
Next articleONUVOBE TUMI LYRICS- Tahsan feat. Puja