Tar Dekha Na Peye Lyrics by Minar Rahman from Kothay Khuji Tare Bangla Natok Song. Tar Dekha Na Peye Ami Khub Klanto Song Lyrics Written by M A Alam Shuvo. Music Composed by Rezwan Seikh. Starring Musfiq R Farhan And Tanjin Tisha.
Tar Dekha Na Peye Song Details :
- Song : Tar Dekha Na peye
- Drama : Kothay Khuji Tare
- Singer : Minar Rahman
- Lyrics : M A Alam Shuvo
- Music : Rezwan Seikh
- Direction : Mahmud Mahin
- Producer : Tanvir Mahmood
- Produced and Distributed by : Sultan Entertainment
Tar Dekha Na Peye Lyrics
ব্যথার সমুদ্রে আমায় ভাসিয়ে
সাঁতরে সে একা হয়েছে পার,
দু’চোখ যেদিকে যাবে, দু’পা বাড়িয়ে
তেপান্তর পেরিয়ে সন্ধানে তার।
তার দেখা না পেয়ে আমি খুব ক্লান্ত
বুকে জড়িয়ে আবার হতে চাই শান্ত।
ফিরবো না নীড়ে, হারাই যদি আঁধারে
কোথায় বলো খুঁজি তারে?
ফিরবো না নীড়ে, হারাই যদি আঁধারে
কোথায় বলো খুঁজি তারে?
কোথায় বলো খুঁজি তারে?
জ্বলে না সেই আলো আমারই শহরে
সে থামেনি পথে, দেখেনি আর ফিরে,
জমা অভিমান গুলো বাতাসে উড়ে
তাকে নিয়ে হারায় অন্য শহরে।
তার দেখা না পেয়ে আমি খুব ক্লান্ত
বুকে জড়িয়ে আবার হতে চাই শান্ত।
ফিরবো না নীড়ে, হারাই যদি আঁধারে
কোথায় বলো খুঁজি তারে?
ফিরবো না নীড়ে, হারাই যদি আঁধারে
কোথায় বলো খুঁজি তারে?
কোথায় বলো খুঁজি তারে?
কল্পনার রাত গুলো তার মনে কি পড়ে
জোছনায় হেঁটেছি তার হাত ধরে,
পুরোনো স্মৃতি গুলো চোখে ভিড় করে
সে তো ডাকে না আর প্রিয় নাম ধরে।
তার দেখা না পেয়ে আমি খুব ক্লান্ত
বুকে জড়িয়ে আবার হতে চাই শান্ত।
ফিরবো না নীড়ে, হারাই যদি আঁধারে
কোথায় বলো খুঁজি তারে?
ফিরবো না নীড়ে, হারাই যদি আঁধারে
কোথায় বলো খুঁজি তারে?
কোথায় বলো খুঁজি তারে?