Ore Mon Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Porshi & Arfin Rumey. Music Created by Arfin Rumey. This Song’s Lyrics And Tune were Created By Anurup Aich and Arfin Rumey.
Song details:
- Song : Ore Mon
- Singer: Porshi & Arfin Rumey
- Lyric: Anurup Aich
- Tune: Arfin Rumey
- Music Programming: Arfin Rumey
- Category: Bengali song
- Release date: Sept 18, 2023
Ore Mon Lyrics Song Lyrics in Bengali
এই বিকেলে তোকে ফেলে
যেতে চাইছে না মন
এই লগনে প্রেম গগনে
কাছে তোকে চাই ভীষণ
ওরে মন মন রে
ওরে মন
তোকে পেয়ে পেলাম আমি
নতুন প্রেম জীবন
ওরে মন মন রে
ওরে মন
তোকে ভালোবেসে কেবলি আমি
করতে পারি মরণ
বেপরোয়া এই মনটা কে
তুই শিখালি বাঁধলি প্রেমে
বেপরোয়া এই মনটা কে
তুই শিখালি বাঁধলি প্রেমে
তোকে দেখলেই এই দু চোখে
যেন স্বর্গ আসে নেমে
ওরে মন মন রে
ওরে মন
তোকে পেয়ে পেলাম আমি
নতুন প্রেম জীবন
ওরে মন মন রে
ওরে মন
তোকে ভালোবেসে কেবলি আমি
করতে পারি মরণ
বেহায়া এই আবেজী
তাই পিছু ছারে না
বেহায়া এই আবেজী
তাই পিছু ছারে না
তোর খুশিতেই আমি জিতে যাই
কখনো যে হারিনা
ওরে মন মন রে
ওরে মন
তোকে পেয়ে পেলাম আমি
নতুন প্রেম জীবন
ওরে মন মন রে
ওরে মন
তোকে ভালোবেসে কেবলি আমি
করতে পারি মরণ।