Amar Hoye Thakna Lyrics – Porshi – Avraal Sahir

151
Amar Hoye Thakna
Amar Hoye Thakna Song Is Sung by Porshi And Avraal Sahir from Bhalobasar Tin Din Natok Song. Starring Farhan Ahmed Jovan And Porshi. Music Composed by And Amar Hoye Thakna Lyrics In Bengali Written by Avraal Sahir.
  • Song : Amar Hoye Thakna
  • Drama : Bhalobasar Tin Din
  • Singer : Porshi And Avraal Sahir
  • Lyrics, Tune And Music : Avraal Sahir
  • Script & Direction : Mohidul Mohim
  • DOP : Mostak Morshed
  • Producer : Tanvir Mahmood Apu
  • Label : Sultan Entertainment

Amar Hoye Thakna Song Lyrics In Bengali :

কি যে আদুরে লাগে
তোর চেহারাটা মিষ্টি রাগে।
না না দেবোনা অল্প টুকু তোকে ভাগি।
আড়ালে হোক আর যেভাবেই হোক না
করবো তোর মনের দেখাশুনা।
আমার চোখে তাকিয়ে স্বপ্ন গুলো দেখ না,
স্বপ্ন গুলো দেখ না, স্বপ্ন গুলো দেখ না।
ভালোবেসে আজ থেকে আমার হয়ে থাক না,
আমার হয়ে থাক না, আমার হয়ে থাক না।
তোর আকাশে সাতরঙা, রংধনু হবো
আদরের তুলিতে তোকে আঁকবো।
এক পলক না ফেলে শুধু চেয়ে রবো
মনের কথা গুলো কবিতায় শোনাবো।
আড়ালে হোক আর যেভাবেই হোক না
করবো তোর মনের দেখাশুনা।
আমার চোখে তাকিয়ে স্বপ্ন গুলো দেখ না,
স্বপ্ন গুলো দেখ না, স্বপ্ন গুলো দেখ না।
ভালোবেসে আজ থেকে আমার হয়ে থাক না,
আমার হয়ে থাক না, আমার হয়ে থাক না।
অজানা বৃষ্টি এসে ভেজালো পুরো শহর
আমি রোজ ভিজে যাই তোর প্রেমে অগোচর।
কবে থেকে মনে মনে চলছে স্বপ্ন বোনা
ভালোবাসার দিন গুলো যায়না তো গোনা।
আড়ালে হোক আর যেভাবেই হোক না
করবো তোর মনের দেখাশুনা।
আমার চোখে তাকিয়ে স্বপ্ন গুলো দেখনা,
স্বপ্ন গুলো দেখনা, স্বপ্ন গুলো দেখনা।
ভালোবেসে আজ থেকে আমার হয়ে থাকনা,
আমার হয়ে থাকনা, আমার হয়ে থাকনা।
Previous articleOre Mon Lyrics – Porshi – Arfin Rumey
Next articleBOBA TUNNEL LYRICS – Anupam Roy Song