Mon Gole Jai Lyrics by Porshi And Avraal Sahir from Love Station Bangla Natok. Song Lyrics Written by And Music Composed by Avraal Sahir. Featuring : Porshi And Jovan.
- Song : Mon Gole Jai
- Drama : Love Station
- Singer : Porshi And Avraal Sahir
- Lyrics, Tune And Music : Avraal Sahir
- Script And Direction : Mohidul Mohim
- DOP : Kamrul Islam Shubho
- Screenplay : Mohidul Mohim And Sohail Rahman
- Edit And Colour : Arefin Sarker
- Cast : Farhan Ahmed Jovan And Sabrina Porshi
- Producer : Tanvir Mahmood Apu
- Label : Sultan Entertainment
- Produced and Distributed by : Sultan Entertainment
Mon Gole Jai Lyrics In Bengali :
মন আমার উড়ে তোরই চারপাশে
জানিনা বুঝিনা তোর মোহে কি আছে।
তোর আঁচলে সুখের মিছিলে
ডুবে মন রোজ কাটছে সাঁতার।
আমি ফেলতে পারিনা
তোর কোনো আবদার,
তোর দুটো কথায় মন
গলে যায় আমার।
সামলাতে সামলাতে মনটা আমার
এতো দূরে এসে নয় ফিরে যাবার।
বোঝাতে বোঝাতে হলাম নাজেহাল
দিবি কি ধরা বল আজ নয় কাল।
হাওয়ায় গুনগুনিয়ে, পৃথিবীকে জানিয়ে
ভালোবাসি কতটা করছি স্বীকার।
আমি ফেলতে পারিনা
তোর কোনো আবদার,
তোর দুটো কথায় মন
গলে যায় আমার।
তোর সুবাস গায়ে মাখিয়ে নিলাম
বলনা কোন টানে তোর হতে এলাম।
ছোট্ট এ জীবনে যা চেয়েছি
মনেরই মতো শুধু তোকে পেয়েছি।
চেয়ে দেখনা সেজেছে নীল আকাশে
রংধনুর রঙে কত না বাহার।
আমি ফেলতে পারিনা
তোর কোনো আবদার,
তোর দুটো কথায় মন
গোলে যায় আমার।