Ovinoy Song Is Sung by Noble Man. This Bengali Rock Song Is Composed by Ahmmed Humayun And Obhinoy Lyrics In Bengali Written by Ahmed Risvy. Song Mixed and Mastered by Saurabh Joshi. Starring: Mainul Ahsan Nobel, Sadiya A. Suchita, Nazia Mahmud, Tunan Rahman, Ahosan Habib Aonkon, Amit Hasan And Yashrib Habib.
Ovinoy Lyrics Info:
- Song : Ovinoy
- Singer : Noble Man
- Tune & composition : Ahmmed Humayun
- Lyrics : Ahmed Risvy
- Director : Shahrear Polock
- AD : Mustafi Shimul
- DOP : Bishawjit Datta
- Production : Prekkha Greehoo Visual Factory
- Label : Soundtek
Ovinoy Song Lyrics In Bengali :
অভিনয়ের এইতো জীবন
অভিনয় যাচ্ছি করে,
অশ্রু জলে হৃদয় ভাসে
হাসছি তবু সুখের ভিড়ে।
কি আগুন জমছে বুকে
জানেনা কেউতো জানেনা,
কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন
বোঝেনা কেউতো বোঝেনা।।
অদৃশ্য দাবার চালে
পরাজিত আমার হৃদয়,
তবু চাইছি আমি
তোমারি জয় যেন হয়।
লিখে রাখা ভাবনা গুলো
খুঁজবেনা আর ঠিকানায় ..
কি আগুন জমছে বুকে
জানেনা কেউতো জানেনা,
কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন
বোঝেনা কেউতো বোঝেনা।।
ভেবেছি ফিরবোনা আর
তোমাদেরই জলসাঘরে,
যেখানে হৃদয় ভাঙ্গার
প্রতিদিন গল্প পোড়ে।
তোমার ভালো থাকার মাঝে
পথের কাঁটা হবোনা..
কি আগুন জমছে বুকে
জানে না কেউতো জানে না,
কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন
বোঝে না কেউতো বোঝে না।।