This Remix Version Song Is Sung by Shreya Ghoshal And Nachiketa Chakraborty.
- Film : The Bong Connection
- Song : Pagla Hawar Badol Dine
- Singer: Shreya Ghoshal & Nachiketa Chakraborty
- Lyricist : Rabindranath Tagore
- Music : Neel Dutta
- Director: Anjan Dutt
- Cast: Parambrata Chatterjee, Raima Sen, Shayan Munshi
- Label : Saregama India Ltd
Pagla Hawar Badol Dine Lyrics In Bengali :
উ লালা, উ লালা, উ লালা হে
উ লালা, উ লালা হে..
চেনাশোনার কোন বাইরে
যেখানে পথ নাই নাই রে ২
সেখানে অকারণে যায় ছুটে
উ লালা, উ লালা, উ লালা হে
উ লালা, উ লালা হে..
পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে,
পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে।
ঘরের মুখে আর কি রে,
কোনো দিন সে যাবে ফিরে ২
যাবে না, যাবে না
দেয়াল যত সব গেলো টুটে।
পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে,
পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে।
বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা,
কোন বলরামের আমি চেলা ২
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে
যত মাতাল জুটে,
যা না চাইবার তাই আজি চাই গো
যা না পাইবার তাই কোথা পাই গো,
যা না চাইবার তাই আজি চাই গো
যা না পাইবার তাই কোথা পাই গো..
পাবো না, পাবো না, আ মরি
অসম্ভবের পায়ে মাথা খুটে
পাবো না, পাবো না,
উ লালা, উ লালা, উ লালা হে
উ লালা, উ লালা হে..
ও.. পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে,
পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে।
উ লালা, উ লালা, উ লালা হে
উ লালা, উ লালা হে..