Shuvo Jonmodin Lyrics – Shironamhin

25
Shuvo Jonmodin Lyrics

Shuvo Jonmodin Lyrics bengali song is sung by Sheikh Ishtiaque from Shironamhin band album Batighor. Happy Birthday Shubho Jonmodin song in bengali written by Ziaur Rahman and tune by Sudipto Sinha Dipu. Mixing and mastering by Shafiqul Islam. Typography and artwork design by Ziaur Rahman. This video song Screenplay and Directed by Sheikh Ishtiaque.

Shuvo Jonmodin Song Details :

  • Song : Shuvo Jonmodin
  • Band : Shironamhin Band
  • Album : Batighor
  • Singer : Sheikh Ishtiaque
  • Lyricist : Ziaur Rahman
  • Tune: Sudipto Sinha Dipu
  • Mixed and Mastered : Shafiqul Islam
  • Video Director : Sheikh Ishtiaque
  • DOP : Rony Sharafat
  • Band Manager : Infitar Danial
  • Recording Studio : Noizemine Sound

Shuvo Jonmodin Lyrics by Shironamhin :

আজ মন ছুটে যায় আনন্দের ঠিকানায়
আমি মেঘে মেঘে জানাবো,
এই শুভকামনা।
আজ শুভদিন, রঙধনুর আশায়
তুমি হাসিমুখে থেকো এই,
আনন্দের জানালায়।

আজ আকাশের বুকে কাব্য লেখা
আজ-মেঘের দল ছোটে রঙের আশায়,
আজ পৃথিবীর যতো বিষন্নতা
সরে যাক, খুব ভালোবাসায়।

আজ আকাশে উড়ে যাক সাদা মেঘ
ঝরে যাক বৃষ্টি, হয়ে যাক অভিষেক,
এই বছরেও, হাসিমুখ থেকে যাক
ভালো থাক শুভ হোক,
Happy birthday to you
আজ হবে গান, হৃদয়ের কলতান
শুভ হোক, শুভ হোক আগামীর অভিযান,
এই শুভদিন, থেকে যাক অমলিন
শুভ হোক, শুভ হোক তোমার জন্মদিন।

মোমের আলোর সভায়
তোমায় দিলাম এ গান,
জোনাকির উৎসবে, নক্ষত্রের আলোয়
তোমাকে অভিনন্দন জানাই।
এই বছরেও, আলো ছড়াও
এই-শুভদিন রয়ে যাক শুভেচ্ছায়,
এই হাসিমুখ, এই মোমের আলো
স্বপ্নের মতো হোক রঙিন। ..

আজ আকাশে উড়ে যাক সাদা মেঘ
ঝরে যাক বৃষ্টি, হয়ে যাক অভিষেক,
এই বছরেও, হাসিমুখ থেকে যাক
ভালো থাক শুভ হোক,
Happy birthday to you
আজ হবে গান, হৃদয়ের কলতান
শুভ হোক, শুভ হোক আগামীর অভিযান,
এই শুভদিন, থেকে যাক অমলিন
শুভ হোক, শুভ হোক তোমার জন্মদিন।

Previous articlePheshey Jaai Lyrics – Habib Wahid – Toofan
Next articleKeu Janbe Na Lyrics – Arijit Singh