Fire Aye Bangla Song is sung by Anupam Roy. Featuring: Prosenjit Chatterjee And Rittika Sen. Music Composed by Jeet Gannguli. This Movie Directed by Haranath Chakraborty, Sujit Mondal and Raja Chanda.
- Film Name : Bagh Bandi Khela
- Song Name : Phire Aaye
- Singer : Anupam Roy
- Music : Jeet Gannguli
- Lyrics: Soumya Chaudhuri
- Produced By : Jalsha Movies
- Production By : Surinder Films Pvt. Ltd.
Phire Aayee Lyrics In Bangla :
সেই ছোট্ট খুকু আজ বড় হলি,
সেই মিষ্টি চড়াই ডানা মেলে দিলি। (x2)
সেই হাঁটতে শেখা আধো কথা,
তোর আমার অবুঝপনা হেঁসে ওঠা,
ভরসা থাক।
ফিরে আয়, খুকু আয়,
ফিরে আয়, ফিরে আয় (x2)
ভরসা থাকুক তোর আমার আঙ্গুল,
স্বপ্নে দেখা সেই রঙ্গিন পুতুল।
ভরসা থাকুক তোর আমার আদর,
কাছে আয়, পাশে আয়, ফিরে আয়।
ঐ সোনা–রোদ ঢাকা কালো পাহাড়,
সরাবো ঝাপটে ডানা।
ছিড়ে নেবো সব নকল মুখোশ,
তোর ইচ্ছে আর নেই তো মানা।
ফিরে আয়, খুকু আয়,
ফিরে আয়, ফিরে আয় (x2)
ভরসা থাকুক তোর আমার আঙ্গুল,
স্বপ্নে দেখা সেই রঙ্গিন পুতুল।
ভরসা থাকুক তোর আমার আদর,
কাছে আয়, পাশে আয়, ফিরে আয়।
ফিরে আয়, খুকু আয়,
ফিরে আয়, ফিরে আয়। (x3)
আয় খুকু আয়, ফিরে আয়।