Prem Olpo Solpo Song Lyrics- Imran- Kona

147
Prem Olpo Solpo lyrics
Prem Olpo Solpo Title Song Lyrics by Imran And Kona from Prem Olpo Solpo Bangla Natok Song. Starring Musfiq R. Farhan And Tanjin Tisha. This Title Track Music Composed by Rezwan Sheikh. Prem Olpo Solpo Title Song Lyrics In Bengali Written by M A Alam Shuvo.
Prem Olpo Solpo Song Credits :
  • Song Name : Prem Olpo Solpo
  • Drama Name : Prem Olpo Solpo
  • Singer : Imran And Kona
  • Lyrics : M A Alam Shuvo
  • Music And Tune : Rezwan Sheikh
  • Director : Mahmud Mahin
  • Label : Sultan Entertainment

       Prem Olpo Solpo Song Lyrics In Bengali :

তার চোখে মায়া নদী
আমায় ডুবতে দেয় যদি,
থাকবো মরণ-অবধি, এই ভাবে।
তার মিষ্টি গায়ে মেখে
আমি দেবো বুকে রেখে,
আগলে রাখবো তাকে, স্বভাবে।
অনুভবে মিশে রবে
সে শুধু আমার হবে,
মনের চোখে দেখবো তাকে, বারেবার।
লুকোচুরি গল্প, প্রেম অল্প স্বল্প, তার
মিথ্যে নয় কোনো পাগলামি আমার।।
রাত গড়িয়ে ভোর, অপেক্ষার প্রহর
জানে এই শহর জানে।
আমার চাওয়া কিসে, বুঝিনা তো বসে
আড়ালে থাকার মানে।
অনুভবে মিশে রবে
সে শুধু আমার হবে,
মনের চোখে দেখবো তাকে, বারেবার।
লুকোচুরি গল্প, প্রেম অল্প স্বল্প, তার
মিথ্যে নয় কোনো পাগলামি আমার।।
গল্পে অন্য মোড়, স্বপ্নে তারই ঘোর
ঘুম আসে না তাই ভয়ে।
তাকে দেখছি যত, কাছে টানছি তত
সে আছে কল্পনা হয়ে।
অনুভবে মিশে রবে
সে শুধু আমার হবে,
মনের চোখে দেখবো তাকে, বারেবার।
লুকোচুরি গল্প, প্রেম অল্প স্বল্প, তার
মিথ্যে নয় কোনো পাগলামি আমার,
লুকোচুরি গল্প, প্রেম অল্প স্বল্প, তার
মিথ্যে নয় কোনো পাগলামি আমার।।
Previous articleKolizar Adkhan Lyrics- Imran Mahmudul- Kona
Next articleMon Gole Jai Lyrics- Love Station- Porshi- Avraal Sahir